shono
Advertisement
Kesari Chapter 2

অক্ষয়ের 'কেশরী চ্যাপ্টার ২'-তে স্বাধীনতা সংগ্রামীদের অপমান! ফুঁসে উঠলেন মমতা, দায়ের অভিযোগ

কী বললেন মমতা?
Published By: Tiyasha SarkarPosted: 10:50 AM Jun 19, 2025Updated: 01:39 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা। নবান্ন থেকে এই ইস্যুতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "বাংলাকে অসম্মান করলে সহ্য করব না। মানুষ উত্তর দিতে তৈরি হচ্ছে।"

Advertisement

গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'কেশরী চ্যাপ্টার ২'। সেই সময়ই বহু দর্শক সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন তাঁরা। কিন্তু আইনি জটিলতা দেখা যায়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে 'কেশরী চ্যাপ্টার ২'। তারপরই স্বাধীনতা সংগ্রামীদের অপমান, ভুল তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। ঠিক কী অভিযোগ তাঁর? তিনি জানিয়েছেন, মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে সিনেমাটিতে। সেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে 'ক্ষুদিরাম সিং ' হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষকে দেখানো হয়েছে 'বীরেন্দ্র কুমার' হিসেবে। যা স্বাধীনতা সংগ্রামীদের অপমানের পাশাপাশি তথ্য বিকৃতি ও বাংলাকে অসম্মান।

এবিষয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম...যদি ভাবেন বাংলার ব্রেন ক্যাপচার করবেন, জানবেন বাংলার মানুষ এর প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে।" প্রসঙ্গত, বিতর্ক তৈরি হলেও হলে রিলিজের পর ব্যবসায়িকভাবে সফল হয়েছিল অক্ষয়ের 'কেশরী চ্যাপ্টার ২'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিতর্কে অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'। স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃতি ও অপমানের অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা।
  • নবান্ন থেকে এই ইস্যুতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "বাংলাকে অসম্মান করলে সহ্য করব না। মানুষ উত্তর দিতে তৈরি হচ্ছে।"
Advertisement