shono
Advertisement

'স্মৃতিটুকু রয়ে যায়', শেষদিনের শুটিংয়ে মনখারাপ টিম 'দুগ্গামণি ও বাঘমামা'র

মাত্র আড়াই মাসেই শেষ 'দুগ্গামণি ও বাঘমামা'র সফর।
Published By: Sayani SenPosted: 09:33 AM May 18, 2025Updated: 09:33 AM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আড়াই মাস। অল্পদিনেই শেষ 'দুগ্গামণি ও বাঘমামা'র সফর। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, টিআরপির খরায় এমন পরিণতি হল ধারাবাহিকের। শেষদিনের শুটিংয়ে তাই মন ভালো নেই ধারাবাহিকের কলাকুশলীদের।

Advertisement

খুদে শিল্পী প্রেয়সী বসু সোশাল মিডিয়ায় গোটা টিমের ছবি পোস্ট করে। মাত্র কয়েকদিন আগে এই ধারাবাহিকে যোগ দিয়েছিল সে। ছবির ক্যাপশনে লেখে, "স্মৃতিটুকু রয়ে যায়।" ছবিতে দেখা গিয়েছে কন্যাকুমারীর কোলে বসে রয়েছে সে। পাশে মানালির কোলে বসে রাধিকা। ওই ছবিতে সৌম্য-সহ টিমের বাকিদেরও দেখা গিয়েছে।

টিআরপি তালিকা বেশ কয়েকদিন ধরে অশনি সংকেত দিচ্ছিল। দেখা যাচ্ছিল, মানালি এবং রাহুলের ধারাবাহিক বারবার মুখ থুবড়ে পড়েছে। জনপ্রিয়তার নিরিখে বেশ খানিকটা পিছনের সারিতে রয়েছে 'দুগ্গামণি ও বাঘমামা'। মাঝে শোনা গিয়েছিল হয়তো বন্ধ হতে চলেছে ধারাবাহিক। তবে সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নেয় প্রেয়সী। তাই অনেকেই হয়তো ভেবেছিল আরও বেশ কয়েকদিন চলবে 'দুগ্গামণি ও বাঘমামা'। সিরিয়ালে নানা চমক আনাও হয়েছিল। তবে তাতেও মন পেল না অনুরাগীদের। শোনা যাচ্ছে, শুধু 'দুগ্গামণি ও বাঘমামা' নয় 'তুই আমার হিরো', 'মিঠিঝোরা' ধারাবাহিকগুলিও টিআরপিতে ভালো ফল করছে না। 'দুগ্গামণি ও বাঘমামা'র জায়গায় কোন ধারাবাহিক দেখা যাবে, তা এখনও জানা যায়নি। 'রানি ভবানী', 'কুসুম'-এর মতো একাধিক ধারাবাহিক আসছে। ওই জায়গায় কোনটি আসবে স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement