shono
Advertisement

আবৃত্তি জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

গত বছর প্রয়াত হন বাচিকশিল্পী গৌরী ঘোষ।
Posted: 09:59 AM May 07, 2022Updated: 12:38 PM May 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত খ্যাতনামা বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। শনিবার সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

Advertisement

পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। সম্প্রতি গলায় অস্ত্রোপচারের জন্য তাঁকে ভরতিও করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮৩। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।

[আরও পড়ুন: ‘রোজগারের ব্যবস্থা করুন!’ অমিত শাহর কাছে কাজ চেয়ে হাসির খোরাক রুদ্রনীল ]

২০২১ সালের ২৬ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। আর এবার চলে গেলেন শিল্পী পার্থ। পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও।

ছবি সৌজন্য়ে: পার্থ ঘোষ ।

রেডিওর উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পার্থ ঘোষের (Partha Ghosh) প্রয়াণে একটি যুগের অবসান হল।

[আরও পড়ুন: ‘সমালোচনা ভয় পাই না’, সত্যজিতের ভূমিকায় অভিনয় করা নিয়ে আত্মবিশ্বাসী জিতু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement