সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নন্দনে শো পেল না দেব-মিঠুনের ‘প্রজাপতি’ (Projapati)। আর তা নিয়েই টুইট করলেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। শহরের বিনোদনের প্রাণকেন্দ্রকে তিনি কতটা মিস করবেন, সেকথাই জানিয়েছেন টলিউড তারকা। একই সঙ্গে দিয়েছেন গল্প শেষের বার্তা।
ছবির কাঠামো, বিন্যাস ও বক্তব্যে ‘প্রজাপতি’ নিঃসন্দেহে একটি পরিচ্ছন্ন ব্যবসায়িক ছবি ‘প্রজাপতি’। বাবা এবং অবিবাহিত ছেলের ভাব ভালবাসা, অভিমান, খুনসুটি নিয়ে তৈরি এক নির্মল গল্প। প্রয়াত তরুণ মজুমদারের স্মৃতিতে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অভিজিৎ সেন। ছবিতে প্রবীণ এবং প্রাণোচ্ছ্বল মানুষ গৌরের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর তাঁর ছেলে জয়ের চরিত্রে রয়েছেন দেব। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মমতা শংকর, শ্বেতা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্য়ায়, অম্বরীশ ভট্টাচার্য।
[আরও পড়ুন: একঘেয়ে চিত্রনাট্য আর অতিরঞ্জিত অভিনয়ই ডোবাল রণবীর-রোহিতের ‘সার্কাস’কে]
বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। মাল্টিপ্লেক্সেও বিক্রি হচ্ছে টিকিট। কিন্তু নন্দনে শো পায়নি দেব-মিঠুন অভিনীত ছবিটি। তাতেই টুইটারে দেব লেখেন, “এবার তোমায় মিস করব নন্দন। ঠিক আছে, কোনও ব্যাপার না। আবার দেখা হবে। গল্প এখানেই শেষ।” সুপারস্টারের এই কথাতেই যেন খানিক অভিমানের আভাস পাওয়া গেল।
উল্লেখ্য, এর আগেও একাধিক সিনেমার ক্ষেত্রে এমনভাবেই নন্দনে শো না পাওয়ার অভিযোগ উঠেছিল। ‘আকাশ অংশত মেঘলা’ সিনেমার সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’ ছবির শো না পাওয়ার সময়ও বিস্তর জলঘোলা হয়েছিল। ‘নন্দন’, ‘রাধা’র মতো সিনেমা হলে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ শো না পাওয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন শ্রীলেখা মিত্র। কিছু সিনেমা অবশ্য পরবর্তীকালে নন্দনে শো পেয়েছিল। তা ‘প্রজাপতি’র ক্ষেত্রে হবে কিনা, সে প্রশ্নের উত্তর অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে।