shono
Advertisement
Bengaluru airport

শরীরে লুকনো ১২ কোটির সোনা! পাচারের আগেই বিমানবন্দরে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী

আইপিএস আধিকারিকের কন্যা অভিযুক্ত এই অভিনেত্রী।
Published By: Amit Kumar DasPosted: 11:36 AM Mar 05, 2025Updated: 12:13 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে লুকনো প্রায় ১৫ কিলোগ্রাম সোনা। দুবাই থেকে ভারতে আসার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। মঙ্গলবার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। রানিয়াকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

লাগাতার আন্তর্জাতিক সফরের কারণে তদন্তকারীদের নজরে ছিলেন রানিয়া। অভিযোগ গত ১৫ দিনে ৪বার দুবাই সফরে গিয়েছিলেন তিনি। তদন্তকারীদের কাছে খবর ছিল দুবাই থেকে সোনা পাচার করছেন এই অভিনেত্রী। গত সোমবার দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশের এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে তল্লাশি এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন রানিয়া। তবে আগাম খবর থাকার কারণে তাঁকে আটকায় পুলিশ। তল্লাশি চালানোর সময় তাঁর কোমরের বেল্ট ও জ্যাকেটের গোপন পকেট থেকে ১৪ কেজির সোনার বার ও ৮০০ গ্রামের সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রানিয়ার বাবা হলেন আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও। তিনি কর্নাটক পুলিশের ডিজিপি র‍্যাঙ্কের এক আধিকারিক। সেই সুবিধা নিয়েই স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে চেকিং ছাড়াই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেন রানিয়া। তবে এবার হাতে নাতে ধরা পড়লেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগেই একাধিকবার এভাবে সোনা পাচার করে করেছেন রানিয়া। যদিও পুলিশের কাছে অভিযুক্তের দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনাপাচার করতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য, কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ রানিয়া রাও। ২০১৪ সালে মাণিক্য সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ২০১৬ সালে তামিল সিনেমা 'ওয়াঘা' এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা 'পটাকি'তে অভিনয় করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৫ কিলো সোনা-সহ বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রানিয়া রাও।
  • তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
  • অভিনেত্রী রানিয়াকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
Advertisement