shono
Advertisement

ফিল্মফেয়ার বাংলায় জোড়া মনোনয়ন দেবের, লড়াইয়ে পরমব্রত, প্রসেনজিৎও, দেখে নিন পুরো তালিকা

এবারের মনোনয়ন তালিকায় চমকের পর চমক।
Posted: 04:16 PM Mar 26, 2024Updated: 04:17 PM Mar 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মাঠে হইচই ফেলার পর বেশ কয়েক বছর ধরে টলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছে ফিল্মফেয়ার পুরস্কার। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দিতে ফিল্মফেয়ার পুরস্কার কিন্তু বরাবরই এগিয়ে আসে। প্রতিবারের মতো এবারও কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার বাংলা। ২৯ তারিখ ঝলমলে অনুষ্ঠানে টলিউডকে সম্মান জানাবে ফিল্মফেয়ার।

Advertisement

এবারের মনোনয়ন তালিকায় চমকের পর চমক। সেরা অভিনেতা, সেরা ছবির তালিকায় একেবারে শেয়ানে শেয়ানে টক্কর। যেখানে নজর কাড়লেন দেব। তাঁর ‘প্রধান’ ও ‘বাঘাযতীন’ দুই ছবিই জায়গা করে নিল সেরা ছবির তালিকায়।

দেখে নিন ফিল্মফেয়ার বাংলার পুরো মনোনয়ন তালিকায়-

সেরা ছবি
কাবুলিওয়ালা, প্রধান, বাঘাযতীন, রক্তবীজ, অর্ধাঙ্গিনী এবং দশম অবতার।

সেরা পরিচালক
অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার) এবং সুমন ঘোষ (কাবুলিওয়ালা)

[আরও পড়ুন: আবির চট্টোপাধ্যায়ের মেয়ের ছবি প্রকাশ্যে, বাবা-মায়ের সঙ্গে হাসিমুখে পোজ ময়ূরাক্ষীর]

সেরা নতুন অভিনেত্রী
সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা নতুন পরিচালক
অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান), শ্রীজাত (মানবজমিন), সুমন্ত্র রায় (ঘাসজমি)।

সেরা ছবি (ক্রিটিক)
মায়ার জঞ্জাল, শহরের উষ্ণতম দিনে, নীহারিকা, পালান, শেষপাতা 

সেরা অভিনেতা
অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সেরা অভিনেতা (ক্রিটিক)
অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং সুব্রত দত্ত

সেরা অভিনেত্রী
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা অভিনেত্রী (ক্রিটিক)
অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা) অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতা শঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) এবং তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা সহ-অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল) এবং বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা সহ-অভিনেত্রী
অনসূয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি ২), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)

সেরা গান
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী), অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান), কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালান), ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)।

[আরও পড়ুন: বলিউডে বচ্চন পরিবার থেকে টলিউডে পরম-পিয়া, রাজ-শুভশ্রী, রঙে মাতোয়ারা সবাই ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement