shono
Advertisement
Jyoti Basu

এবার রুপোলি পর্দায় জ্যোতি বসুর বায়োপিক, নাম ভূমিকায় কে?

জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে বায়োপিক তৈরির পরিকল্পনা।
Published By: Kishore GhoshPosted: 01:22 AM Jun 09, 2025Updated: 01:23 AM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা তথা ভারতীয় রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। একটানা তেইশ বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির বহু আশার আলো এবং আক্ষেপের অন্ধকারও বটে। কারণ 'ঐতিহাসিক ভুলে' ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া। বলা বাহুল্য তিনি জ্যোতি বসু। এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি! জ্যোতি আবেগে শান দিতে এবার তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, এমনটাই খবর সিপিএম সূত্রে। কাকে দেখা যাবে জ্যোতিবাবুর চরিত্রে?

Advertisement

দলীয় সূত্রের খবর, পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার তা বাস্তবায়ন হতে চলেছে। সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে। তাহলে কি তিনিই কি নন্দিত ও নিন্দিত রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন?

নাহ, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রিপ্রোডাকশনের কাজ। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএমের তরফে। ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে জীবনীমূলক ছবিটিতে। ইতিমধ্যে কলকাতা ও মুম্বইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব। এই বিষয়ে বর্ষীয়ান সিপিএম নেতা রবিন দেব জানিয়েছেন, জ্যোতিবাবু এমন অনেক কাজ করে গিয়েছেন যা অনেকরই অজানা। এবার সেগুলিই তুলে ধরা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকে। বাংলা ভাষার পাশাপাশি চাহিদা অনুযায়ী অন্য ভাষাতেও মুক্তি পাবে এই বায়োপিক।

২০২৬ সালের ভোটের আগে আলুমুদ্দিনের ডুবোজাহাজ টেনে তুলতে প্রয়াত নেতাই কি ভরসা? সমলোচনার মুখে সিপিএম। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, "ওদের কোনও মুখ নেই, কোনও নেতৃত্ব নেই। নতুনরা তো নিজের পাড়াতেও জিততে পারেন না। ফলে এখন জ্যোতিবাবুতে ভরসা করতে হচ্ছে। তাহলে ওই বিষয়গুলিও যেন ভালোভাবে দেখানো হয়... কীভাবে একটা লবি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। কীভাবে জ্যোতিবাবুর মন্ত্রিসভাকে চোরেদের মন্ত্রিসভা বলে বুদ্ধবাবু ইস্তফা দিয়েছিলেন। সেগুলো না দেখালো কিন্তু বায়োপিক সম্পূর্ণ হয় না।"

রাজনৈতিক নেতাদের নিয়ে বায়োপিক নতুন কথা নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি হয়েছে ইমারজেন্সি, জয়ললিতাকে নিয়ে থালাইভি, বাল ঠাকরেকে নিয়ে ঠাকরে, মনমোহন সিংকে নিয়ে তৈরি হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। জ্যোতি বসুর বায়োপিক তৈরি হলে এই ধারাবাহিকতায় নয়া সংযোজন হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৬ সালের ভোটের আগে আলুমুদ্দিনের ডুবোজাহাজ টেনে তুলতে প্রয়াত নেতাই ভরসা!
  • ইতিমধ্যে কলকাতা ও মুম্বইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব।
Advertisement