shono
Advertisement

যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!

ভেবে দেখেছেন কী করবেন? The post যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Feb 24, 2017Updated: 11:17 AM Mar 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপরে খোলা আকাশ৷ মাটির দূরত্ব ডজন খানেক ছাদের নিচে৷ এমন এক জায়গায় যদি আপনার আস্তানা হয়? একেবারে নিরিবিলি এবং ঝঞ্ঝাটহীন৷ ভালই হবে তাই না! কিন্তু এই একাকীত্বই যদি ফাঁদ হয়ে ধরা দেয়? আর সেই ফাঁদে নিজেই আটকে যান? পুরো শহরটা আপনার চোখের নাগালে৷ অথচ সাহায্য করার কেউ নেই৷ এমন অবস্থায় কী করবেন আপনি? কেমন করে বাঁচবেন? দেখুন তো-

Advertisement

সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা

ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট

ছবির নাম ‘ট্র্যাপড’৷ নিজের চরিত্রের জন্য বেশ বড় মাপের আত্মত্যাগ করতে হয়েছে রাজকুমারকে৷ শোনা গিয়েছে, খাবার-বিদ্যুৎ ছাড়া এক ঘরবন্দির চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে টানা ২০ দিন শুধুমাত্র কিছু গাজর ও এক কাপ কফি খেয়ে কাটাতে হয়েছে তাঁকে৷ রাজকুমারের এই ডেডিকেশনে খুশি পরিচালক বিক্রম মোতওয়ানেও৷

এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়!

The post যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement