shono
Advertisement

বনশালির বাড়ির মেয়েরা রোজ স্বামী বদলায়, বেনজির কটূক্তি বিজেপি সাংসদের

রানির জন্য অন্যান্য মহিলাদেরই কি অপমান করলেন না, প্রশ্ন কংগ্রেসের। The post বনশালির বাড়ির মেয়েরা রোজ স্বামী বদলায়, বেনজির কটূক্তি বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Nov 08, 2017Updated: 04:37 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ নিয়ে পরিচালককে আক্রমণ করতে গিয়ে বেনজির কটূক্তি। রিল থেকে একবারে রিয়েল লাইফে নেমে এল আক্রমণ। সঞ্জয় লীলা বনশালির বাড়ির মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি করে বসলেন বিজেপি সাংসদ চিন্তামনি মালব্য।

Advertisement

 দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা ]

পদ্মাবতী নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা ঝলছে। ছবিতে আলাউদ্দিন খলজি ও রানি পদ্মাবতীর প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে বলে অভিযোগ। পরিচালক যদিও জানিয়েছেন, এরকম কোনও প্রসঙ্গ ছবিতে আসেনি। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। কর্ণি সেনা থেকে রাজপুতানা সংগঠনের বিক্ষোভ অব্যাহত। এরই মধ্যে মুখ খুলেছেন গিরিরাজ সিং। গুজরাট নির্বাচনের আগে ছবি মুক্তিতে স্থগিতাদেশও চেয়েছিল বিজেপি। সায় ছিল কংগ্রেসেরও। যদিও কমিশন তা নাকচ করেছে। এই পরিস্থিতিতে এক বিজেপি নেতা হুমকি দিয়েছিলেন যে, প্রেক্ষাগৃহে পদ্মাবতী চললে তা জ্বালিয়ে দেওয়া হবে। এবার আক্রমণ একেবারে ব্যক্তি স্তরে।

 বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা ]

উজ্জৈয়নের বিজেপি সাংসদ চিন্তামনি ছবি বয়কটের ডাক তো দিয়েইছেন। পাশাপাশি বনশালিকে লক্ষ্য করে তাঁর উক্তি, যে সব পরিচালকদের বাড়ির মেয়েরা রোজ স্বামী বদলায়, তারা আর জওহরের মর্ম কী বুঝবে? তাঁর দাবি, বনশালির এই মানসিক বিকৃতিকে কখনওই বাক স্বাধীনতার নামে মেনে নেওয়া হবে না। বিস্ফোরক সাংসদের মন্তব্য, টাকার লোভেই এই ছবি তৈরি করা হয়েছে। তাই কেউ যেন সে ছবি না দেখেন।

অন্যদিকে বিজেপি সাংসদের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলীয় মুখপাত্রের দাবি, পদ্মাবতীকে সম্মান জানাতে গিয়ে বিজেপি নেতা অন্য মহিলাদেরই অপমান করেছেন। রানী পদ্মাবতী নিঃসন্দেহে আইকনিক চরিত্র। কিন্তু তাবলে অন্য কোনও মহিলার প্রতি অপমানজমক মন্তব্য করা যায় না। তাঁর বহিষ্কারেরও দাবি তুলেছে কংগ্রেস।এদিকে আজই জয়পুরের রাজ পরিবারের পক্ষ থেকেও পদ্মাবতীর মুক্তিতে আপত্তি তোলা হয়েছে। সব মিলিয়ে বেশ বেকায়দাতেই সঞ্জয়ের ছবি। তবে তার মধ্যেই প্রকাশ পেয়েছে ছবির নতুন পোস্টার। যোদ্ধার বেশে দেখা যাচ্ছে দীপিকাকে। দৃপ্ত দীপিকার সে ছবি দর্শকের মনে আশা জাগাচ্ছে, কিন্তু ছবিমুক্তি যেন প্রতিদিন নতুন নতুন জটিলতায় আক্রান্ত হচ্ছে।

The post বনশালির বাড়ির মেয়েরা রোজ স্বামী বদলায়, বেনজির কটূক্তি বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার