shono
Advertisement

Breaking News

P C Sarkar

৩ মেয়ের জন্য পাত্রের খোঁজে বিজ্ঞাপন জাদুকর পি সি সরকারের, 'চ্যালেঞ্জ নিলাম', বলছেন মুমতাজ

আর কী বললেন মুমতাজ?
Published By: Tiyasha SarkarPosted: 10:25 PM Nov 10, 2024Updated: 11:21 PM Nov 10, 2024

সন্দীপ্তা ভঞ্জ: তিন কন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে 'পাত্র চাই' বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল। সকলের মনেই প্রশ্ন, এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাটকন্যা মুমতাজ। জানালেন, প্রেম-বিচ্ছেদে বিশ্বাসী নন তাঁরা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন দেবেন মালা। আর সেই কারণেই বিজ্ঞাপন।

Advertisement

যতদিন যাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ধারনাটাই যেন হারিয়ে যাচ্ছে। আগে মন দেওয়া-প্রেম, তার পর পছন্দের মানুষকে বিয়ে, এটাই ভীষনভাবে ট্রেন্ডিং। আর পাত্র বা পাত্রী যদি হন সেলেব, তাহলে তো আর কথাই নেই। বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজা হতে পারে তা ভাবতেই পারেন না কেউ। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তাঁর স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা। এই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ মুখ খুললেন পি সি সরকারের মেয়ে তথা অভিনেত্রী মুমতাজ।

কী বললেন? রসিকতা করেই মুমতাজ বলেন, "বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তার পর সেটা আর আর এগোবে না। আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওঁদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।" বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই বিস্মিত। এপ্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, "আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েইছে। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করাতে বিশ্বাসী নই।" যদি এক বিজ্ঞাপন দেখেই হাজির হন সুপাত্রেরা, তবে? একগাল হেসে মুমতাজের জবাব, 'তাহলে স্বয়ম্বর সভা বসবে'। অভিনেত্রী জানালেন, তাঁদের বাবা-মা ভীষনভাবে আশাবাদী। মুমতাজ জানালেন, তাঁরা জানেন বাবা-মায়ের মতো কেউ তাঁদের চেনেন না। ফলত তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, বা যাঁকে বাছবেন জামাই হিসেবে, তাঁরা ভালোই হবে। এখন দেখার সংবাদপত্রের 'পাত্র চাই' বিজ্ঞাপনে আশাপূরণ হয় কি না সরকার দম্পতির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনকন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল।
  • সকলের মনেই প্রশ্ন, এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাটকন্যা মুমতাজ।
Advertisement