সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: TVF কর্তা অরুনাভ কুমারের পর এবার সহকর্মীর শ্লীলতাহানিতে নাম জড়াল বলিউডের পরিচালক বিকাশ বহেলের। কুইন, শানদারের মতো হিট ছবির পরিচালক বিকাশ। সূত্রের খবর, ফ্যান্টম ফিল্মস-এর এক মহিলা কর্মী বিকাশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। এরপরই তাকে ফ্যান্টম ফিল্মস-এর পার্টনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও বিকাশ এই কথা মানতে নারাজ। তিনি দাবি করেন, এখনও ফ্যান্টম ফিল্মস-এর সদস্য তিনি।
[রাজনীতিটা যোগীদের জন্যই, ভোগীদের জন্য নয়: আদিত্যনাথ]
কয়েকমাস আগে কাজের সূত্রে গোয়ায় গিয়েছিলেন বিকাশ ও তাঁর টিম। অভিযোগ, সেখানেই এক মহিলা সহকর্মীর সঙ্গে অভব্য আচরণ করে এই পরিচালক। ঘটনাটি সামনে আসতেই ফ্যান্টম ফিল্মস-এর বাকি তিন পার্টনার অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে ও মধু মন্তেনাকে জানানো হয়। বিষয়টি তোলা হয় ফ্যান্টম ফিল্মস-এর পার্টনার রিলায়েন্স এন্টারটেইমেন্টের কানেও। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। কথা বলা হয়েছে অভিযোগকারীর সঙ্গেও।
কুইন-এর শুটিং চলাকালীন পরিচালক বিকাশ বহেলের সঙ্গে কঙ্গনা রানাউত।
কানাঘুষো শোনা যাচ্ছে, শুধু একজনই নয় আরও দু’তিনজন মহিলা সহকর্মীর সঙ্গে একইরকম খারাপ ব্যবহার করেছেন বিকাশ। এ অভিযোগ প্রোডাকশন হাউসের কানেও এসেছে। তবে এবার ব্যাপারটি এতটাই চাউড় হয়ে যায়, কড়া পদক্ষেপ করতে বাধ্য হয় তারা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সবরকম অভিযোগ অস্বীকার করেছেন বিকাশ। তিনি বলেন, “আমি তো বুঝতেই পারছি না কেউ কেন আমাকে অকারণে বদনাম করার চেষ্টা করছে।
[এবার বিমানে চড়তেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড]
The post সহকর্মীর শ্লীলতাহানিতে নাম জড়াল ‘কুইন’ ছবির পরিচালকের appeared first on Sangbad Pratidin.
