সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই তাঁর জীবনের কাহিনি দর্শকের দরবারে আসল। এবার স্বয়ং তিনি হাজির ‘গ্যাংস্টার’ হয়ে। পর্দায় ফিরছে পরিচালক তিগমাংশু ধুলিয়ার ‘সাহেব বিবি অাউর গ্যাংস্টার’ সিরিজ। লোভ, লালসার এই নয়া অধ্যায়ে গ্যাংস্টার হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্তকে। রাজা হিসেবে রয়েছে জিমি শেরগিল। রানি মাহি গিল। এছাড়াও রয়েছেন চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান, কবীর বেদি ও নাফিসা আলি। প্রকাশ্যে এল ছবির থিয়েট্রিক্যাল ট্রেলার।
[মত দিল না বিশ্বভারতী, শান্তিনিকেতনে হচ্ছে না প্রিয়াঙ্কার ছবির শুটিং]
সম্পর্কের এই খেলা শুরু হয়েছিল ২০১১ সালে। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ মুক্তি পেয়েছিল সে ছবি। সেখানে গ্যাংস্টারের ভূমিকায় ছিলেন রণদীপ হুডা। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সে ছবি। ২০১৩ সালে মুক্তি পায় ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার রিটার্নস’। নতুন ছবিতে গ্যাংস্টার হিসেবে দেখা যায় ইরফান খানকে। তৃতীয় সংস্করণে ইরফানের স্থান দখল করেছেন সঞ্জয় দত্ত। সম্পর্কের নয়া খেলায় মেতেছেন তিনি।
জেল থেকে মুক্তি পাওয়ার পর উমঙ্গ কুমারের ‘ভূমি’-কে নিজের কামব্যাক ছবি হিসেবে বেছেছিলেন সঞ্জয়। ছবি বক্স অফিসে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে অদিতি রাও হায়দারির বাবার ভূমিকায় তাঁর পারফরম্যান্স দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। কিন্তু নতুন এই ছবিতে ফের খলনায়ক ইমেজেই দেখা যাবে সঞ্জুকে। জুন মাসের ২৬ তারিখ ছবির মোশন পোস্টার পোস্ট করেছিলেন সঞ্জয়। যার ক্যাপশনে নায়ক নিজেই নিজেকে খলনায়ক আখ্যা দিয়েছিলেন। তবে গ্যাংস্টার হিসেবেও দর্শকদের তিনগুণ বেশি আনন্দ দেওয়ার আশ্বাসও দিয়েছেন নায়ক। তবে তার জন্য ২৭ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ সেই দিনেই মুক্তি পাচ্ছে সাহেব, বিবি আর গ্যাংস্টারের এই নয়া রসায়ন।
[বক্ষযুগল নিয়ে অশালীন মন্তব্য শুনতে হয়েছিল, বিস্ফোরক দীপিকা]
The post ফের খলনায়ক সঞ্জয়, প্রকাশ্যে ‘সাহেব বিবি অাউর গ্যাংস্টার থ্রি’র ট্রেলার appeared first on Sangbad Pratidin.
