সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিঙ্গোর ‘ন হন্যতে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন। এখন মুম্বইয়েই কাজ বেশি। এরই মাঝে মনের মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত (Sayani Datta)। গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। ডিসেম্বরে সারবেন বিয়ে।
কাকে মন দিলেন সায়নী? পাত্র পাঞ্জাবি। নাম গুরবিন্দরজিৎ সমরা। শোনা গিয়েছে, এক নামী সংস্থার উচ্চপদে কাজ করেন গুরবিন্দর। থাকেন লন্ডনে। তাহলে পাঞ্জাবি পাত্রের প্রেমে কীভাবে পড়লেন? এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রীর জানান, বছর খানেক আগে সমস্ত কিছু ঠিক হয়েছে।
[আরও পড়ুন: ফের জুটি বাঁধছেন দেবশ্রী-মিঠুন, কোন ছবিতে দেখা যাবে এই দুই তারকাকে? ]
গুরবিন্দরের সঙ্গে সায়নীর দেখা হয় আড়াই বছর আগে। মুম্বইয়ের এক ক্লাবের সদস্য দু’জন। সেই সূত্রেই আলাপ। যা বন্ধুত্বে পরিণত হতে সময় লাগেনি। অল্প সময়েই দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আগামী ১৫ ডিসেম্বর বিয়ে সারবেন অভিনেত্রী। ফোর্ট উইলিয়ামে পাঞ্জাবি মতেই এই বিয়ে হবে।
জানা গিয়েছে, বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোঙরের লেহেঙ্গায় সাজবেন সায়নী। তারপর ১৬ ডিসেম্বর হবে রিসেপশন। সেদিন অভিনেত্রীর পরনে থাকবে সব্যসাচীর ডিজাইন করা অরগ্যানজা শাড়ি। কলকাতার পর চণ্ডীগড় ও মুম্বইয়েও রিসেপশনের প্ল্যান রয়েছে।