সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর। টলিপাড়ায় বিয়ের মরশুম। গোধূলি লগ্নে এক হচ্ছে সৌরভ দাস, দর্শনা বণিকের চার হাত। এদিকে শুক্রবারই ফোর্ট উইলিয়মের গুরুদ্বারে পাঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার আরেক অভিনেত্রী সায়নী দত্ত (Sayani Dutta)। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া শাড়ি পরে আইবুড়ো খেলেন সায়নী।
আজ শুক্রবারই ‘চণ্ডীগড় দি ভাবি’ হচ্ছেন ‘ন হন্যতে’ নায়িকা। পাত্র পাঞ্জাবী। নাম গুরবিন্দরজিৎ সমরা। আর শনিবার ১৬ তারিখে কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রীতিভোজের অনুষ্ঠানও রয়েছে। সায়নী দত্তর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকায় সায়নীর বাবা সুভাষ দত্ত আগেভাগেই নিমন্ত্রপত্র পাঠিয়েছিলেন। আর সেই প্রেক্ষিতেই হবু কনেকে বিশেষ উপহার পাঠিয়েছিলেন ‘দিদি’। তবে অভিনেত্রীর বিয়েতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবে না বলেই জানা গিয়েছে। কিন্তু বিয়ের দিন হাজির থাকতে না পারলেও শশব্যস্ত শিডিউলের মাঝে হবু কনের জন্য মনে করে বিশেষ উপহার পাঠাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শাড়ি পরেই আইবুড়ো ভাত খেয়েছেন সায়নী দত্ত। উদরপূর্তির আয়োজনেও বাঙালিয়ানা। প্রাকবিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদের জন্য সায়নী বেছে নিয়েছেন হলুদ রঙের ঢাকাই জামদানি।
[আরও পড়ুন: পাশে নেই রণবীর, অন্য কাউকে নিয়ে তিরুপতি দর্শনে দীপিকা, ‘সংসারে অশান্তি’ই কাল?]
জানা গিয়েছে, বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোঙরের লেহেঙ্গায় সাজবেন সায়নী। আর রিসেপশনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন সব্যসাচীর ডিজাইন করা অরগ্যানজা শাড়ি। গুরবিন্দরের সঙ্গে সায়নীর দেখা হয় আড়াই বছর আগে। মুম্বইয়ের এক ক্লাবের সদস্য দু’জন। সেই সূত্রেই আলাপ। যা বন্ধুত্বে পরিণত হতে সময় লাগেনি। অল্প সময়েই দু’জনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজ ১৫ ডিসেম্বর শুভ পরিণয়।