সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার পালটা অপারেশন সিঁদুরে খুশি ভারতবাসী। উত্তেজনায় ফুটছেন বিনোদুনিয়ার তারকারও। বুধের সকালেই সোশাল মিডিয়ায় বলি-টলির বহু তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই তালিকায় ছিলেন শাহিদ কাপুরও (Shahid Kapoor)। অপারেশন সিঁদুরের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই মুছে ফেললেন সেটির ক্যাপশন। তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
অপারেশন সিঁদুরের খবর পাওয়ার পর নিজের সোশাল মিডিয়ায় একটি ভারতীয় যুদ্ধবিমানের ছবি পোস্ট করেছিলেন 'জব উই মেট', 'কবীর সিং', 'হায়দার'-খ্যাত অভিনেতা শাহিদ কাপুর। লিখেছিলেন, 'ভারত উসকানি দেয় না। কিন্তু ভারত কখনও ভোলেও না।' নিচে লিখেছিলেন, #OperationSindoor, পাশে ছিল ভারতের জাতীয় পতাকার ইমোজি। সেখানে বহু অনুরাগী কমেন্ট করেছিলেন। কিন্তু আচমকাই দেখা গেল যুদ্ধবিমানের ছবি থাকলেও অভিনেতার সেই পোস্টে নেই ক্যাপশন। বন্ধ করে দেওয়া হয়েছে কমেন্ট সেকশনও। কিন্তু কেন? কী কারণে মুছে ফেলা হল? উত্তর অজানা। তবে এবিষয়ে অনুরাগীদের মনে উঁকি মারছে হাজারও প্রশ্ন।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই আঘাত করা হয়েছে।
