shono
Advertisement

‘চরম সংকটের সময়েও শান্ত থাকেন’, Man Vs. Wild শুটিংয়ের ফাঁকে মোদির প্রশংসায় গ্রিলস

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় সঞ্চালক। The post ‘চরম সংকটের সময়েও শান্ত থাকেন’, Man Vs. Wild শুটিংয়ের ফাঁকে মোদির প্রশংসায় গ্রিলস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Aug 10, 2019Updated: 06:40 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রনেতা থেকে অ্যাডভেঞ্চারে মগ্ন এক মানুষ৷ এই চরিত্রের মেলবন্ধনে এতদিন যাঁকে ভাবা হত, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রাশিয়ার শাসক হিসেবে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়ার পর যাঁর অবসর কাটে ক্যারাটে কিংবা স্কুবা ডাইভিংয়ে৷ কিন্তু এবার সেই একই কৃতিত্বের অধিকারী হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সর্বোচ্চ প্রশাসনিক পদের হাজারও দায়িত্ব সামলানোর পর তিনি জীবজগতের সন্ধান নিতে অংশগ্রহণ করেছেন ডিসকভারি চ্যানেলের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ৷ আর মোদির এই ভূমিকায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক বিয়ার গ্রিলস৷

Advertisement

[আরও পড়ুন: নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী অভিনেত্রী, উদ্ধার সুইসাইড নোট]

আগামী ১২ তারিখ রাত ন’টায় ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হবে মোদি এবং সঞ্চালক বিয়ার গ্রিলসের শুট করা ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সেই বিশেষ পর্বটি৷ এই শুটিংয়ের ফাঁকে কিন্তু মোদি এবং গ্রিলসের বেশ ভাব জমে গিয়েছিল৷ মোদি সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে গ্রিলস বলছেন, ‘আপনারা প্রায়শয়ই তাঁকে মঞ্চে বক্তার ভূমিকায় দেখেন৷ প্রশংসা করেন৷ প্রকৃতি কিন্তু সকলের কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা তা কিন্তু প্রকৃতি দেখবে না৷ আর তার পরীক্ষায় পাশ করলে আপনি কতটা সাহসী বোঝা যাবে৷ মিস্টার মোদি সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ৷ তিনি সংকটের সময়েও শান্ত থাকেন৷’

গত ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামা হামলার দিনই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বিয়ার গ্রিলসের সঙ্গে ওই বিশেষ পর্বের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি৷ তার ফাঁকে ফাঁকে দুজনের একসঙ্গে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন, গল্পগুজব করেছেন, সেলফি তুলেছেন৷ একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন৷ দিন কয়েক আগেই বিয়ার গ্রিলস নিজের টুইটারে ঘোষণা করেন এই বিশেষ পর্বটির কথা৷ জানান, আগামী ১২ আগস্ট রাত ৯টায় ডিসকভারির চ্যানেলের মাধ্যমে এক অন্য মোদিকে দেখবেন দেশবাসী৷ আর এবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রিলস স্পষ্টই বললেন, ‘সংকটের সময়ও মাথা ঠান্ডা রেখে সব কাজ করেন মোদি৷ ওনার সহজ-সরল জীবনযাত্রা এবং আচরণই আমার সবচেয়ে ভাল লেগেছে৷ আমরা জঙ্গলে ঘোরার সময় বৃষ্টি পড়ছিল৷ ওনার নিরাপত্তারক্ষীরা ছাতা মাথায় দিতে চাইছিলেন৷ কিন্তু মোদি তাঁদের বলেন যে ছাতা দরকার নেই, তাঁর কোনও অসুবিধা নেই৷’

[আরও পড়ুন: কর্মজীবনের ২৫ বছর পূর্তি, যাত্রাপথ ফিরে দেখলেন মীর]

গ্রিলস আরও বলেছেন, ‘আমি শুটিংয়ের শুরুতে ওনাকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য৷ বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়৷ আপনার নিরাপত্তার দায়িত্ব আমার৷ উনি আমার কথায় খুব ভরসা পেলেন৷ গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন৷ দেহরক্ষীদেরও গুরুত্ব দেননি৷’ গ্রিলস এও বলছেন, এই প্রথমবার অন্য মোদিকে দেখতে পাবেন দেশবাসী৷ বোঝাই যাচ্ছে, মোদি ম্যাজিকে কতটা মুগ্ধ তিনি৷ এবার শুধু ১২ আগস্ট টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখার অপেক্ষা৷ তারপরই দেশের প্রধানমন্ত্রীকে অন্য রূপে দেখতে পাবেন সবাই৷

The post ‘চরম সংকটের সময়েও শান্ত থাকেন’, Man Vs. Wild শুটিংয়ের ফাঁকে মোদির প্রশংসায় গ্রিলস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement