shono
Advertisement

KBC 13: ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে নীরজ চোপড়া, উচ্ছ্বসিত অমিতাভের মুখে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’স্লোগান

পদক গলায় ঝুলিয়ে শোয়ে আসেন 'সোনার ছেলে'।
Posted: 02:21 PM Sep 12, 2021Updated: 03:37 PM Sep 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৩ বছর বয়সেই অলিম্পিকে (Tokyo Olympics 2021) সোনা জিতে দেশের মানুষের মন জয় করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশের ‘সোনার ছেলে’ তিনিই। এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে দেখা যাবে তরুণ তারকাকে। অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসবেন তিনি।

Advertisement

১৭ সেপ্টেম্বর দেখা যাবে বিশেষ এই এপিসোড। রবিবার প্রকাশ্যে আসছে আগাম ঝলক। ছোট্ট এই ভিডিওর প্রথমে নীরজের জ্যাভলিন ছোড়ার কিছু স্টিল ছবি ব্যবহার করা হয়েছে। তারপরই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নীরজের প্রবেশ দেখানো হয়েছে। লাল জ্যাকেট পরে শোয়ে আসেন তারকা। গলায় ঝোলানো ছিল তাঁর সোনার পদক। হাসিমুখে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সোনার ছেলে। নীরজের সঙ্গেই বিশেষ এই এপিসোডে দেখা যাবে ভারতীয় হকি দলের তারকা খেলোয়াড় পি. আর. শ্রীজেশকে (P. R. Sreejesh)।

[আরও পড়ুন: Shah Rukh Khan: ওয়েব সিরিজের হাত ধরে কামব্যাক করছেন কিং খান! ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা]

খেলা দেখতে ভালবাসেন অমিতাভ (Amitabh Bachchan)। ক্রিকেট, ফুটবল বা অলিম্পিকে কোনও তারকা সাফল্য পেলেই উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। KBC-র মঞ্চে নীরজের আগমনেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। হাত উঁচু করে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায় বলিউডের ‘শাহেনশা’কে।

কিছুদিন আগেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বীরেন্দ্র শেহবাগ। বিশেষ সেই এপিসোডে ক্ষণিকের জন্য উলট পুরাণ হয়েছিল। সঞ্চালকের আসনে বসে ‘বিগ বি’র দিকে প্রশ্নবাণ নিক্ষেপ করেছিলেন বাংলার ‘দাদা’। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কালঘাম ছুটেছিল ৭৮ বছরের কিংবদন্তির। ৩ সেপ্টেম্বর সম্প্রচারিত হয়েছিল এপিসোডটি। ভারতীয় ক্রিকেটের দুই তারকা ২৫ লক্ষ টাকা জিতেছিলেন শো থেকে।

[আরও পড়ুন: শিশুর চিকিৎসায় প্রয়োজন ১৬ কোটি! পাশে দাঁড়ানোর আশ্বাস অমিতাভ বচ্চনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement