‘খালি সিলিন্ডার পৌঁছে পেতাম ১০ টাকা’, শৈশবের যন্ত্রণার কথা শোনালেন ‘বিগ বস’খ্যাত অর্চনা

04:24 PM Feb 19, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটুর জন্য ‘বিগ বস ১৬’র ফাইনালে উঠতে পারেননি। তবে শোয়ের সৌজন্যে জনপ্রিয়তা পেয়েছেন উত্তরপ্রদেশের অর্চনা গৌতম (Archana Gautam)। সেই সূত্রেই সাক্ষাৎকার দিতে গিয়ে ছোটবেলার কষ্টের কাহিনি জানালেন অভিনেত্রী।

Advertisement

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অর্চনা। ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। ২০২২ সালে ‘বিগ বস ১৬’র প্রতিযোগী হন অর্চনা। ফাইনালের ঠিক আগে বাদ হয়ে যান তিনি। নিজের সফর সম্পর্কে কথা বলতে গিয়েই ছোটবেলার প্রসঙ্গ তোলেন অর্চনা। জানান, চূড়ান্ত অভাবের মধ্যেই তাঁকে বড় হতে হয়েছে।

[আরও পড়ুন: রাজনৈতিক ব়্যালিতেই হৃদরোগ, মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত দক্ষিণী অভিনেতা, ভাইরাল ভিডিও]

অর্চনা জানান, তাঁর পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। টাকা রোজগারের জন্য খালি সিলিন্ডার বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন তিনি। এর বিনিময়ে কখনও ১০ টাকা, কখনও ২০ টাকা পাওয়া যেত। সেই সময় এইটুকু টাকাও অনেক ছিল বলে জানান অর্চনা। একটু বড় হয়ে কল সেন্টারে কাজ পান অর্চনা। মাসিক মাইনে ছিল ৫০০০ টাকা। কিন্তু ইংরাজি বলতে পারতেন না বলে সেই চাকরি চলে যায়।

অনেক কষ্টে পরের চাকরি জোগাড় করেছিলেন অর্চনা। এরপর মডেলিংয়ের পেশায় আসেন। ২০১৪ সালে মিস উত্তরপ্রদেশ হয়েছিলেন তিনি। পেয়েছিলেন মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব। তারপর অভিনয় জগতে পা রাখেন অর্চনা। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস’-এ সলমন খানের বকা খেয়েছিলেন অর্চনা। সেই ঘটনা তাঁর জীবনের দৃষ্টিভঙ্গী পালটে দেয় বলেই জানান অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘ওয়াহিদা নয়, অমিতাভের জন্য লেখা হত চিত্রনাট্য’, বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে তোপ শর্মিলার]

Advertisement
Next