টিটুন মল্লিক, বাঁকুড়া: ঘরের মেয়ে হয়েই বাঁকুড়ায় প্রচার করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Sayantika Banerjee)। পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের উঠোনে। হাতে তুলে নিচ্ছেন বেতের বোনা ধামা কুলো। সর্ষে বাছাইয়ের কাজ করছেন দিব্যি। কখনও আবার ধামসা মাদলের তালে নেচে উঠছেন আদিবাসী মহিলাদের হাত ধরে। এভাবেই দুয়ারে দুয়ারে প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী। রাতে আবার টেনিসও খেলেছেন।
বাঁকুড়া (Bankura) কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা ঘোষণা করার পর থেকেই বাঁকুড়া চলে গিয়েছিলেন সায়ন্তিকা। বাড়ি ভাড়া নিয়ে ফেলেছেন সেখানে। বুধবার বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিয়েছিলেন সায়ন্তিকা। অভিনেত্রী প্রার্থীকে দেখার জন্য রাস্তায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। সকলকে অভিবাদন জানান সায়ন্তিকা। সেদিনও ক্ষণিকের জন্য নেচে উঠেছিলেন। ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন উপস্থিত জনতার দিকে। মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করে নায়িকা লেখেন, “জীবনের অন্যতম সেরা মুহূর্তের মধ্যে একটি…আশীর্বাদ করবেন যাতে আপনাদের বিশ্বাস ও ভরসার যোগ্য সন্মান দিতে পারি…।”
[আরও পড়ুন: ‘ওঁদের রাজ্যে গিয়ে দেখুন মা-বোনেদের কী অবস্থা’, বাঁকুড়ার প্রচারমঞ্চে আক্রমণাত্মক দেব]
শুক্রবার সকালের প্রচার পর্ব সেরেই ভাড়া বাড়িতে ফিরে যান সায়ন্তিকা। সেখানে মধ্যাহ্নভোজ সারেন। কিছুটা বিশ্রাম নিয়ে আবার প্রচারে বেরিয়ে পড়েন তারকা প্রার্থী। প্রতিদিন রাতেই তাঁর প্রচারের স্ট্র্যাটেজি ঠিক করে দেয় প্রশান্ত কিশোরের টিম। সেই অনুযায়ী প্রচার পর্ব সারেন তারকা। প্রচারে তাঁর সঙ্গেই থাকছেন স্থানীয় নেতারা। বাঁকুড়া কেন্দ্রে সায়ন্তিকার বিরুদ্ধে বিজেপির বাজি নীলাদ্রি শেখর দানা। গত পাঁচ বছরের বিদায়ী কাউন্সিলর তিনি। অন্যদিকে রয়েছেন কংগ্রেসের রাধারানি বন্দ্যোপাধ্যায়। তিনি আবার ৩ বারের কাউন্সিলর।লড়াই বেশ কঠিন। তাই প্রচারে খামতি রাখছেন না টলিপাড়ার নায়িকা।
