সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৎ মেয়ের দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন! ক’দিন আগেই এরোল মাস্কের এমন স্বীকারোক্তিতে হইচই পড়ে গিয়েছিল। এবার ব্যক্তিগত জীবনের আরও এক রহস্য ফাঁস করলেন এলন মাস্কের বাবা। জানালেন, হাই-প্রোফাইল মহিলাদেরকে স্পার্ম দান করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে!
হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর সত্যি সর্বসমক্ষে তুলে ধরেছেন এরোল মাস্ক। টেসলা প্রধান মাস্কের ৭৬ বছরের বাবা জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার কোনও এক কোম্পানি তাঁকে স্পার্ম দান করার অনুরোধ করেছিল। এরোল মাস্কের কথায়, “কলম্বিয়ার এক সংস্থা আমাকে থেকে স্পার্ম দানের প্রস্তাব দিয়েছিল। সেখানকার হাই-প্রোফাইল মহিলাদের জন্য তা চাওয়া হয়েছিল।” কিন্তু কেন তাঁকেই এহেন প্রস্তাব দেওয়া হয়েছিল? সে গোপন কথাও ফাঁস করলেন এরোল।
[আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়াতে চাই! ৬০০ কোটির সম্পত্তি দান উত্তরপ্রদেশের চিকিৎসকের]
আসলে ওই সংস্থা চেয়েছিল, এলন মাস্কের মতো আরও সন্তান জন্ম নিক। যারা ভবিষ্যতে মাস্কের মতোই গোটা দুনিয়া কাঁপাবেন। হাই প্রোফাইল মহিলারাও নাকি তেমন স্বপ্নই দেখতেন! এরোল বলে দেন, “এলনের কাছে তারা এমন প্রস্তাব দেয়নি। কারণ যে এলনকে এ পৃথিবীতে এনেছে, সে নিজেই যখন রয়েছে, তখন আর এলনের বিরক্ত করে কী লাভ!” তবে এরোল এও জানান, এর পরিবর্তে ওই সংস্থা কোনও অর্থ দিতে চায়নি। তবে যাতায়াত খরচ, পাঁচতারা হোটেলে রাখার খরচ দেবে বলে জানিয়েছিল। তাহলে কি বিনামূল্যেও নিজের বীর্জ দান করতে রাজি এরোল? এককথায় জানান, তাঁর কোনও আপত্তি নেই!
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এরোল বলেছিলেন, তাঁর সৎ মেয়ে জানা বেজুইদেনহাউয়ের বয়স ৩৫ বছর। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে তাঁর। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে এরোল মাস্কের (Errol Musk) কাছে বিষয়টি খুবই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার ইঞ্জিনিয়ার ৭৬ বছরের মাস্কের কথায়, “আমরা তো পৃথিবীতে এসেছি নতুন করে উৎপাদনের জন্যই।” তাঁর নয়া স্বীকারোক্তিতেও ফের স্পষ্ট এরোলের চিন্তাধারা।