গৌতম ব্রহ্ম: প্রায় এক যুগ পর! ২০১৪-তে ডোভার লেন। তারপর কলকাতায় আর কোনও 'পাবলিক' অনুষ্ঠান করেননি অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar)। ফের সিটি অফ জয়ে রবিশঙ্কর-কন্যা। ৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান। সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতে এই 'ইন্ডিয়া টুর'।
শুরুটা হায়দরাবাদে। নিজামের শহরে অনুষ্কা বাজাবেন ৩০ জানুয়ারি। ৩১ জানুয়ারি বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লি। আর ৮ ফেব্রুয়ারি কলকাতা। আগ্রহের বিষয় হল এই বছর অনুষ্কার 'চ্যাপ্টার থ্রি উই রিটার্ন টু লাইট' অ্যালবাম ও 'ডে ব্রেক' ট্র্যাকের জন্য জোড়া মনোনয়ন পেয়েছেন গ্র্যামিতে। ১ ফেব্রুয়ারি গ্র্যামি পুরস্কার ঘোষণা। বিজয়ী হলে কলকাতার এই অনুষ্ঠান অন্য মাত্রা পেয়ে যাবে। এমনটাই মনে করছেন আয়োজকরা। অন্যতম আয়োজক কৌস্তুভ দত্ত জানিয়েছেন, কলকাতায় অনুষ্ঠান রাখতে হবে এই শর্তেই অনুষ্কা 'ইন্ডিয়া টুর' করতে এবার রাজি হয়েছেন। তার উপর যদি গ্র্যামি চলে আসে, তাহলে তো কথাই নেই। কৌস্তভের দাবি, ইতিমধ্যেই অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি। আসলে, বারো বছর আগের ডোভার লেনের অনুষ্ঠানে অনুষ্কার অনুষ্ঠান শুনে অনেকেরই মন ভরেনি। কারণ মাত্র ৪৫ মিনিট সেতার বাজিয়েছিলেন। এবার পুরো চ্যাপ্টার থ্রি পরিবেশিত হবে।
সুতরাং বহু সেতারপ্রেমী মুখিয়ে আছেন অনুষ্কার অনুষ্ঠানের জন্য। আর একটি সম্ভাবনাও উঁকি মারছে। টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। সেই সারপ্রাইজের বিপরীতকরণ এবার হতে পারে! তবে ওই যুগলবন্দির সম্ভাবনা নিয়ে সবাই মুখে কুলুপ এঁটেছেন। শুধু জানা গিয়েছে, সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে কলকাতায় মনেপ্রাণে অনুষ্ঠান করতে চেয়েছেন ১৩ বার গ্র্যামিতে মনোনয়ন পাওয়া অনুষ্কা। ৮ ফেব্রুয়ারি সকালেই তিনি দিল্লি থেকে টিম নিয়ে কলকাতায় আসবেন। অনুষ্ঠান শেষে শহরে একদিন থেকে শেষ করতে পারেন ভারত পরিক্রমা।
