সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে ক্রমশ দূরে সরে গিয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। সংখ্যালঘু নির্যাতনের আবহে সাহিত্য, সংস্কৃতি জগতেও হিন্দু-মুসলিম বিভাজনের রেশ। কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত বাতিল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল ভিটেতে হামলার মতো ঘটনারও সাক্ষী থেকেছে ইউনুসের বাংলাদেশ। তবে সবটাই এখনও এতটা অন্ধকার হয়ে যায়নি। তা ফের স্পষ্ট করলেন দেশের অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা তথা নামী চিত্র পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি। তিনি জানালেন, বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭ তম জন্মদিন পালিত হবে রাষ্ট্রীয়ভাবে। ফেসবুক পোস্টে তাঁর মন্তব্য, ওইদিন হবে 'ভালোবাসার পূর্ণিমা'।
বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের অবদান নতুন করে লিখতে গেলে শব্দ কমই পড়বে। এই ক্ষেত্রে তিনি আকাশের মতোই বিস্তৃত, অন্তহীন। অথচ ২০২৪ সালে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারকে কম হেনস্তার শিকার হতে হয়নি। স্ত্রী শাওনকে তো রীতিমতো নজরবন্দি করে রাখা হয়েছিল বেশ কিছুটা সময়। আওয়ামি লিগ সমর্থক হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে হুমায়ুন আহমেদের অবদানের কথা ভুলতে পারবে না আম বাংলাদেশিরা। আর তা সম্যক উপলব্ধি করতে পেরেছেন সে দেশের সংস্কৃতি উপদেষ্টা তথা সাংস্কৃতিক কর্মী, সিনেমা পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি। তাই 'সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস' পর্বে সাহিত্যিকের জন্মদিন জাঁকজকমকে পালন করার কথা ঘোষণা করেছেন।
নিজের ফেসবুক পোস্টে ফারুকির বক্তব্য, 'হুমায়ুন আহমেদ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করবো তাঁকে এই ১৩ নভেম্বর। আরো বড়, আরো বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে। ভালো হইতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হইতো। কিন্তু ক্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শীঘ্রই। আপাতত এইটুকু বলা, উনার ভক্তরা চোখ রাখতে পারেন শিল্পকলা একাডেমির পেইজে। অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও আরো নানান আয়োজনে আপনাদের আমন্ত্রণ।'
আপন সংস্কৃতি রক্ষায় আজকের বাংলাদেশ কতটা উদ্যোগী? এই প্রশ্নের উত্তর জানতে নাগরিকরা ফারুকির কাছে জানতে চেয়েছিলেন, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে বাংলাদেশের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হাসান রাজা, শাহ আবদুল করিম, আব্বাসউদ্দিন আহমেদরা রয়েছেন কি না। তার জবাবে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, অবশ্যই তাঁদের নিয়ে উদযাপন হবে। এনিয়ে কাজ করছেন শিল্পকলা একাডেমির পরিচালকরা।
