সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জীবনে ইতি টেনেছেন আগেই। অনুরাগীদের আরও বিষণ্ণ করে এবার গানের জগৎ থেকেও বিদায় নেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় তিনি সঙ্গীত সফর করছেন। মেলবোর্নের মঞ্চে গাইতে গাইতেই কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করে দেন। নিমেষে আনন্দময় পরিবেশে ঘনিয়ে ওঠে বিষাদ। আসলে তাহসানের গলায় সম্প্রতি এক বিরল রোগ বাসা বেঁধেছে। যার জেরে কণ্ঠস্বর বদলের মতো গুরুত্বপূর্ণ সমস্যায় জর্জরিত গায়ক। সেই কারণেই বোধহয় কনসার্টের মাঝেই এভাবে সঙ্গীত জগৎকে বিদায়ের কথা জানালেন।
গায়ক তাহসান খান।
সোশাল মিডিয়ায় তাহসানের একটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’’ ইতিমধ্যে নিজের সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলেছেন। ফেসবুক, ইনস্টাগ্রামে তাঁকে আর কেউ ফলো করতে পারছেন না। কেউ কেউ বলছেন, প্রিয় শিল্পীর এই সিদ্ধান্তে মন ভেঙে গেল!
শুধু সঙ্গীতশিল্পী নন, তাহসান খান একাধারে রুপোলি পর্দা ও মঞ্চ অভিনেতা, সঞ্চালক। তিনি বিদেশের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বছর খানেক আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর কথা বলেছিলেন তাহসান। জানিয়েছিলেন, ‘‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনও কখনও নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’’ তারপর থেকে মঞ্চে দু, একবার ছাড়া আর কোথাও তাঁকে দেখা যায়নি। আর এবার নিজের গানের কেরিয়ারেই ইতি টানছেন তাহসান।
গানের জগৎ থেকে বিদায় ঘোষণা তাহসানের।
অবশ্য এভাবে নিজের কাজের জগৎ থেকে ধীরে ধীরে সরে যাওয়ার নেপথ্যে অন্যতম কারণ তাহসানের শারীরিক অসুস্থতা। কিছুদিন আগে শিল্পী নিজেই জানিয়েছিলেন, তাঁর কণ্ঠনালিতে 'হেটেরোটোপিয়া' নামে একটি রোগ বাসা বেঁধেছে। এই রোগের কারণে গলায় স্বর পরিবর্তন হয়, চাপ পড়ে, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। ফলে সংগ্রাম করতে হয়। হয়ত সেই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হতে চেয়েই আপাতত সঙ্গীতচর্চা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তাহসান খান।
