shono
Advertisement
Kalna

পর্যটনের নয়া দিশা! কালনায় স্বামীজির পল্লি পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ।
Published By: Anustup Roy BarmanPosted: 08:58 PM Oct 26, 2025Updated: 08:59 PM Oct 26, 2025

অভিষেক চৌধুরী, কালনা: স্বামী বিবেকানন্দর লেখা এবং তাঁর জীবনী সম্পর্কিত যাবতীয় গ্রন্থ এবার মিলবে কালনায়। রবিবার বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটেতে গড়ে ওঠা আন্তর্জাতিকমানের গ্রন্থাগার এবং সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। এই খবরে ভীষণ খুশি বইপ্রেমী-সহ ভক্তরা। পাঠকের সুবিধায় পরবর্তীকালে এই গ্রন্থাগার এবং সংগ্রহশালাকে ডিজিটাল করা হবে বলেও জানা গিয়েছে।

Advertisement

এদিন স্বামী বিবেকানন্দের পল্লী পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক অজ্ঞেয়ানন্দ মহারাজ, সমাজকর্মী প্রণব রায়, জেলার পুলিশ সুপার সায়ক দাস, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল-সহ অন্যান্যরা।

কালনায় সংগ্রহশালা উদ্বোধন

প্রসঙ্গত, কালনা ২ ব্লকের দত্তদ্বারিয়াটনের এই জায়গা রামকৃষ্ণ মিশনকে হস্তান্তরিত করা হয়। বছর দুয়েক আগে বিবেকানন্দর জন্মদিনে এই কাজ করা হয়। এরপরেই ৪৬ শতক জায়গার উপর শিক্ষা সংক্রান্ত লাইব্রেরি, কম্পিউটার সেন্টার, স্বামী বিবেকানন্দের বই, চিঠি নিয়ে একটি সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা করা হয়। রামকৃষ্ণ মিশনের বরাদ্দ অর্থের পাশাপাশি সাংসদ তহবিলের ৩২ লক্ষ টাকা ব্যয় করা হয় এই কাজে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "কালনাবাসীর দীর্ঘদিনের দাবি মিটল। পর্যটক ও গবেষকরা এক ছাতার নিচে বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এলাকারও উন্নতি হবে।" অন্যান্যদের দাবি, নতুনভাবে বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটে সেজে ওঠায় ভক্ত-সহ পর্যটকদের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে কালনা আরও আকর্ষণীয় হয়ে উঠল। সমাজকর্মী প্রণব রায় বলেন, "বিবেকানন্দের সাতপুরুষ আগে তাঁর পূর্বপুরুষ যিনি বসবাস করতেন তাঁর নাম রামনিধি দত্ত। বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এখানে এসে বেশ কিছুদিন বসবাস করেন। তাঁর লেখা 'স্বামী বিবেকানন্দ' গ্রন্থে দত্তদ্বারিয়াটন গ্রামের নাম উল্লেখ রয়েছে। গ্রন্থাগারে বিবেকানন্দর লেখা ও তাঁর সম্পর্কিত যাবতীয় গ্রন্থ থাকছে। সংগ্রহশালাটির ডিজিটাল হলে সেখানে বিবেকানন্দের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শিত হবে ব্বলে জানা গিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটেতে গ্রন্থাগার এবং সংগ্রহশালার উদ্বোধন।
  • গ্রন্থাগার এবং সংগ্রহশালাকে ডিজিটাল করা হবে বলেও জানা গিয়েছে।
  • সাংসদ তহবিলের ৩২ লক্ষ টাকা ব্যয় করা হয় এই কাজে।
Advertisement