সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই সঙ্গীতের এক ঐতিহাসিক সন্ধের সাক্ষী হতে চলেছে কলকাতা। কারণ শনিবার ১৬ই আগস্ট বিকেল পাঁচটা থেকে নজরুল মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে গানে-ফিউশনের তৃতীয় সিজন 'রক ফিউশন'।
অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর-এর ভাবনায়, পরিকল্পনায় তথা পরিচালনায় এই সিজনে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের চল্লিশ বছরের গৌরবময় মিউজিক সফরের উদযাপন করা হবে। আধুনিকতার মিশেলে ধ্রুপদী ঐতিহ্যকে পরিবেশন করা হবে গানে গানে। 'রক ফিউশন' ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং রকের সঙ্গে বিশ্ব সঙ্গীতের এক অভূতপূর্ব মিশ্রণের ফসল। যে মঞ্চে রূপম ইসলাম, নিকিতা গান্ধী, সিধু, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং অমিত দত্তের মতো বিভিন্ন ধারার সেরা সঙ্গীতজ্ঞরা একত্রিত হবেন। রক মিউজিকের সঙ্গে ঐতিহ্যবাহী ধ্রুপদী রাগকে একত্রিত করার এহেন সাহসী প্রয়াস যে এই মরশুমকে আলাদা মাত্রা দিতে চলেছে, তা বলাই বাহুল্য।
এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছে অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর অ্যান্ড কোং, জেপি গ্রুপ এবং সাইনি গ্রুপের সহযোগিতায়। কলকাতার সঙ্গীতপ্রেমীরা যে এই আয়োজনে এক অনন্য অভিজ্ঞতা উপহার পেতে চলেছেন, তা বলাই বাহুল্য। এপ্রসঙ্গে পন্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের মন্তব্য, "আমি নিশ্চিত 'রক ফিউশন'-এর এই সিজনের অনন্য থিম, তারকাখচিত পরিবেশনা এবং মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে কলকাতায় লাইভ কনসার্টের অভিজ্ঞতা দর্শকদের ভালো লাগবে।"
