সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে অভয়াকে স্মরণ করেই রঙ্গকর্মীর সাম্প্রতিকতম নাটক 'চন্দা বেড়নি' মঞ্চস্থ হল। অনিরুদ্ধ সরকার নির্দেশিত এই নাটকও এক নারীর কাহিনি। যার খুনকে কেন্দ্র করে ঘটনার ঘনঘটা।
স্বর্গীয় ঊষা গঙ্গোপাধ্যায়ের আদর্শ ও ভালোবাসায় গড়ে ওঠে রঙ্গকর্মী। 'দ্য শো মাস্ট গো অন', এই মতে বিশ্বাসী নাট্য গোষ্ঠীর সদস্যরা। তাই কাজ বন্ধে তাঁদের সায় নেই। আবার অভয়ার মৃত্যুরও বিচার চাই। তাই নিহত চিকিৎসককে স্মরণ করে তাঁর উদ্দেশে নিরবতা পালন করেই শুরু হয় নাটক। অনিরুদ্ধ সরকারের কথায়, "শো বন্ধ করে দিলে কত মানুষের রুজির প্রসঙ্গ উঠে আসে। শো হলে, হলের বাইরে দাঁড়িয়ে যে লোকটা চা বিক্রি করে তারও দুটো পয়সা রোজগার হয়। তাই কোনওভাবেই সেই শো বন্ধ করার পক্ষে আমরা নই।"
[আরও পড়ুন: পুজোয় চাই ঝকঝকে দাঁতের ঝলমলে হাসি? উপায় জানালেন বিশেষজ্ঞ ]
বুন্দেলখণ্ড এলাকার এক বেড়নি উপজাতির গণিকার গল্প 'চন্দা বেড়নি'। মুখ্য চরিত্রের নামই চন্দা। যার কাজ নানা রকমের আমোদ-প্রমোদ, নাচ, গানের মাধ্যমে রাজাদের খুশি রাখা। গল্প ভিন্ন মোড় নেয় যখন এক ব্রাহ্মণ পরিবারের যুবক চন্দার প্রেমে পড়ে। নিঃস্বার্থ-গভীর প্রেম। তার পর আচমকা এক খুন! তাতেই যেন সমস্ত কিছু ওলট-পালট হয়ে যায়।
আসলে এক নারীর সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলে 'চন্দা বেড়নি'। অলখনন্দন রচিত নাটকটি দর্শকদের বুন্দেলখণ্ডের প্রাণবন্ত সংস্কৃতির স্বাদও পরিবেশন করে। বেড়নি উপজাতির সমাজে মেয়েরাই পরিবারের প্রাথমিক উপার্জনকারী। সেকথাও জানায়। নাটকে চন্দার ভূমিকায় অভিনয় করেছেন রঞ্জিনী ঘোষ। লক্ষ্ণন হয়েছেন অঙ্কিত শর্মা। এছাড়াও রয়েছেন ওম তিওয়ারি(সাধু), অনিন্দিতা পতি(মুন্নি), মনসিজ বিশ্বাস(রাজ), শীর্ষেন্দু মাইতি পাল(মন্ত্রী), গৌরব সিনহা(কুটনা), অভিষেক পাণ্ডে(রাজ পুরোহিত), মেঘা গুহ রায়( কাকি), সুভাষ বিশ্বাস(সুখিয়া মুচি)। নাটকে মৃদঙ্গ বাদকের ভূমিকায় শুভম। ডা. মিতা সরকার, অনিরুদ্ধ সরকারের সঙ্গে তিনি সঙ্গীত পরিচালনাও করেছেন। আগামী শো গিরিশ মঞ্চে হবে। তারিখ ১৫ সেপ্টেম্বর।