shono
Advertisement
Indian Pakistan tensions

'শিল্প-সংস্কৃতি থাকবেই, সবার উপর মানবতা', কলকাতার কনসার্ট বাতিল করলেন সেতারবাদক ঋষভ

কলকাতা, বেঙ্গালুরু, সুরাট, সব জায়গার শো বাতিল করে জোড়াল বার্তা খ্যাতনামা সেতারবাদকের।
Published By: Sandipta BhanjaPosted: 05:51 PM May 10, 2025Updated: 05:51 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ রিখিরাম শর্মা। নবীন প্রজন্মের শিল্পীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা শীর্ষে। দেশে-বিদেশে এই সেতারবাদকের অনুরাগীর সংখ্যাও চোখধাঁধানো। যাঁর সেতারের সুরের মূর্চ্ছনায় বিশ্ব আঙিনাও মাতোয়ারা। ঋষভ পারফর্ম করেছেন হোয়াইট হাউসেও। অতঃপর তাঁর কনসার্ট নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। আগামী ২২ মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টোডিয়ামে ঋষভ রিখিরাম শর্মার শো করার কথা ছিল, কিন্তু দেশে এমন যুদ্ধ জিগিরে সেই অনুষ্ঠান বাতিল করে মানবতার বার্তা উজাড় করে দিলেন তিনি।

Advertisement

শুধু কলকাতা নয়, দেশের একাধিক রাজ্যে 'সিতার ফর মেন্টাল হেলথ' শো বাতিল করে দিয়েছেন ঋষভ। সেই তালিকায় ইন্দোর, বেঙ্গালুরু, সুরাটও রয়েছে। আসলে ভারত-পাক সংঘাতের আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা শৈল্পিক স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ শিল্পীরা। অরিজিৎ সিং যেমন দুবাইয়ের কনসার্ট বাতিল করেছেন, তেমনই মুম্বইয়ের শো স্থগিত রেখেছেন শ্রেয়া ঘোষালও। এবার ঋষভ রিখিরাম শর্মাও জানিয়ে দিলেন, এমন উত্তপ্ত আবহে শো করতে মন সায় দিচ্ছে না তাঁর। সেতারবাদক একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, 'শিল্প-সংস্কৃতি চলতেই থাকবে, তবে মানবতা সবার উপরে।' এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন ঋষভ। নবীন সেতারশিল্পীর মন্তব্য, 'মাতৃভূমি আগে। এটা দেশের পাশে থাকার সময়। একে-অপরের নিরাপত্তা নিশ্চিত করার সময়। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...।' দেশের সেনাজওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানালেন, 'ওঁদের জন্যই আমরা প্রতি রাতে শান্তিতে ঘুমোতে চাই। ওদের সাহসই আমাদের আরও বিনয়ী করে তোলে।'

প্রসঙ্গত, এমন যুদ্ধ জিগিরের ফলে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ৯ মে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন নির্মাতারা। শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। ১০ মে, শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। শ্রেয়া ঘোষালও তাই। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান। শোনা যাচ্ছে, ব্রিটেনে শাহরুখ-কাজলের যে মূর্তি উন্মোচনের কথা ছিল, সেটাও ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে বাতিল করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ২২ মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টোডিয়ামে ঋষভ রিখিরাম শর্মার শো করার কথা ছিল।
  • দেশে এমন যুদ্ধ জিগিরে সেই অনুষ্ঠান বাতিল করে মানবতার বার্তা উজাড় করে দিলেন তিনি।
  • সেতারবাদক একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, 'শিল্প-সংস্কৃতি চলতেই থাকবে, তবে মানবতা সবার উপরে।'
Advertisement