shono
Advertisement
Srijit Mukherjee

পরিচালনা নয়, এবার অভিনেতা হিসেবে ধরা দেবেন সৃজিত, কোন চরিত্রে?

প্রায় ১৬ বছর পর অভিনয়ে ফিরছেন পরিচালক সৃজিত।
Published By: Arani BhattacharyaPosted: 02:37 PM May 27, 2025Updated: 02:37 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন যাবৎ সৃজিত মুখোপাধ্যায়কে দর্শক পেয়েছেন পরিচালক হিসাবে। মাঝেমধ্যে তাঁর নিজের ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা গেলেও পুরোদস্তুর অভিনেতা হিসাবে ডিরেক্টর সাহেবকে এবার পেতে চলেছে দর্শক।

Advertisement

না, বড়পর্দার কোনও সিনেমা কিংবা ওটিটি-র ওয়েব সিরিজে নয়। বরং কিংবদন্তি অভিনেতা জয়ন্ত কৃপালানির সঙ্গে মঞ্চ ভাগ করবেন সৃজিত মুখোপাধ্যায়। নাটকের মঞ্চে দেখা যাবে তাঁদের যুগলবন্দি। কৌশিক সেনের পরিচালনায় 'স্বপ্নসন্ধানী'র নাটক 'মার্ক্স ইন কলকাতা' মঞ্চস্থ হতে চলেছে খুব শীঘ্রই কলকাতায়। নাটকটির আগামী শো রয়েছে ২৯ মে। আর এই নাটকেই দর্শকের জন্য থাকবে জোড়া চমক। একদিকে জয়ন্ত কৃপালানি আর অন্যদিকে সিনেপ্রেমী বাঙালির পছন্দের পরিচালক সৃজিত। 'কার্ল মার্ক্স'-এর ভূমিকায় রয়েছেন জয়ন্ত কৃপালানি ও 'মেফিস্টোফিলিস'- এর চরিত্রে অভিনয় করছেন সৃজিত। দর্শকের দরবারে এই নাটকের শো মঞ্চস্থ হওয়ার আগে সোমবার কলকাতায় হয়ে গেল তারই স্টেজ রিহার্সাল। শুধু তাই নয় জল্পনা বলছে নাসিরুদ্দিন শাহকেও নাকি এই নাটকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে।

২৯ মের পর এই নাটকের দ্বিতীয় শো আয়োজিত হবে ৮ জুন। আর এই নাটকের হাত ধরেই অভিনয়ে ফিরছেন পরিচালক সৃজিত প্রায় ১৬ বছর পর। একটা সময় সৃজিত চাকরি ছেড়েছিলেন শুধু এই নাটকের জন্যেই। বেঙ্গালুরুতে থাকাকালীন দীর্ঘদিন নাটক করেছেন তিনি। নাটকই ছিল একসময় তাঁর জীবনের সবকিছু। পরে অবশ্য মঞ্চ ছেড়ে ছবি পরিচালনাতেই সরে আসেন সৃজিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৌশিক সেনের পরিচালনায় 'স্বপ্নসন্ধানী'- এর নাটক 'মার্ক্স ইন কলকাতা' মঞ্চস্থ হতে চলেছে খুব শীঘ্রই কলকাতায়। নাটকটির আগামী শো রয়েছে ২৯ মে।
  • আর এই নাটকেই দর্শকের জন্য থাকবে জোড়া চমক। একদিকে জয়ন্ত কৃপালনি আর অন্যদিকে সিনেপ্রেমী বাঙালির পছন্দের পরিচালক সৃজিত।
  • 'কার্ল মার্ক্স'- এর ভূমিকায় রয়েছেন জয়ন্ত কৃপালনি ও 'মেফিস্টোফিলিস'- এর চরিত্রে অভিনয় করছেন সৃজিত।
Advertisement