সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের গণভবনে ঢুকে পড়ে তার দখল নেয় বিক্ষোভকারীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
ছবি: ফেসবুক
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সোমবার দুপুরে ঘোষণা করেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। যদিও তসলিমা চেয়েছিলেন ক্ষমতা যেন সেনার হাতে না যায়। তিনি লেখেন, "...দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে। রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে। যেন কোনও অবস্থাতেই গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়।
[আরও পড়ুন: দেশ ছেড়েছেন হাসিনা, কী বলছেন মিথিলা-নিপুণ-ফারুকীরা?]
এর আগের পোস্টেই আবার তসলিমা লিখেছিলেন, "হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল। হাসিনার মাফিয়া, হাসিনার ফ্যাসিজম আর নার্সিসিজমের যুগ শেষ হল। এখন যে সরকারই আসুক, যেন মৌলবাদবিরোধী সরকার আসে। যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে।"
এদিকে এদিন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।” তবে এই সরকারে আওয়ামি লিগের সদস্যরা থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, দেশজুড়ে হাসিনা ও তার দলের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠেছে। তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকারে তাদের দলের সদস্যদের রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা দানা বাঁধছে।
বাংলাদেশের উন্মত্ত জনতার উদ্দেশে সেনাপ্রধানের অনুরোধ, “দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার উপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করুন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।”