সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা মানেই কেবল খিচুড়ি, বেগুনভাজা কিংবা সন্ধ্যার আড্ডার আলুর চপ-সহ রকমারি তেলেভাজাই নয়। বরং মেঘলা আকাশ ও বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত করতে পারে জমকালো রহস্যের ঘনঘটা। আর সেকথা মাথায় রেখেই এই প্রথম। বইপাড়ায় থিম বইমেলা। এ বইমেলা শীতের নয়, বর্ষার। মুক্ত প্রাঙ্গণে নয়, এই বইমেলা ইন্ডোরে। এই বইমেলা বিচিত্র গ্রন্থের গ্রন্থি নয়, বরং নির্দিষ্ট করে একটি বিষয়ের অনুসারী। তা হল থ্রিলার।
ঘনঘোর বর্ষায় রহস্যের স্রোতে ভাসবে রোমাঞ্চতরি! 'দীপ প্রকাশন' এবং 'সংবাদ প্রতিদিন'-এর যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপী অভিনব এই বইমেলায় থাকবে দু'টি টানটান সেশন। তাতে অংশ নেবেন থ্রিলার-লেখক ও প্রকাশক, থ্রিলার সিনেমার পরিচালক ও অভিনেতা, থ্রিলার গবেষক ও বাস্তব জীবনের গোয়েন্দাপ্রবর।
শুক্রবার ৪ জুলাই শুরু হচ্ছে এই বইমেলা। যার নাম 'বর্ষার বই-তরণী'। তিনদিন ব্যাপী এই বইমেলা আয়োজিত হবে কফি হাউসের তিনতলায়। চলবে দুপুর ৩টে থেকে সন্ধে ৮টা পর্যন্ত। থাকছে এই বঙ্গের অসংখ্য প্রকাশন। সেগুলি হল আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, পত্রভারতী, অভিযান পাবলিশার্স, বুকফার্ম, নিউ ভারত সাহিত্য কুটির, অরণ্যমন প্রকাশনী, শব্দ প্রকাশন, বুকলুক পাবলিশিং, বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন, সিসৃক্ষা, জে.এন. চক্রবর্তী অ্যান্ড কোং, মহুয়া পাবলিশার্স, সঞ্জীব প্রকাশন, কিশলয় প্রকাশন, বসাক বুক স্টোর, পতিতপাবন পাবলিশার্স, সেন ব্রাদার্স, শপিজেন বাংলা, স্মেল অফ বুকস, ভবিষ্যৎ প্রকাশন, পত্রপাঠ প্রকাশন, প্রজ্ঞা পাবলিকেশন এবং দীপ প্রকাশন।
