shono
Advertisement

Breaking News

Suprakash Chaki

প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী, সঙ্গীতমহলে শোকের ছায়া

সঙ্গীতশিল্পীর অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 07:44 PM Jul 27, 2025Updated: 08:05 PM Jul 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী। রবিবার ২৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। এদিন গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত জগত।

Advertisement

রাগ সঙ্গীত ও বাংলা আধুনিক গানের জগতে স্বনামধন্য ব্যাক্তিত্ব সুপ্রকাশ চাকির মৃত্যুতে এদিন শোকজ্ঞাপন করেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে তাঁকে যোগাযোগ করা হলে, তিনি শিল্পীর প্রয়াণের এই খবর নিশ্চিত করেছেন। একইসঙ্গে নিজের সোশাল মিডিয়াতে মনোময় শিল্পীর প্রতি শোকজ্ঞাপন করেছেন। এদিন সেই পোস্টে মনোময় লিখেছেন, 'চলে গেলেন সুপ্রকাশ চাকী নিঃশব্দে!শিল্পীদের শেষ টা বোধহয় এরকমই হয়। প্রণাম।'

 

বাংলা সঙ্গীত জগতের পরিচিত ব্যক্তিত্ব সুপ্রকাশ চাকী। আকাশবাণীতে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করেছেন। বহু রেকর্ড রয়েছে তাঁর। পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে শিক্ষকতা করেছেন। গত বছর সঙ্গীতশিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তাঁর সহশিল্পীরা। খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কাছেও। তারপরই তিনি শিল্পীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাস সকলে সুপ্রকাশবাবুর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। শিল্পী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁর পাশে থাকার বার্তা পৌঁছে দিয়েছিলেন। এর পাশাপাশি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী। রবিবার ২৭ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
  • বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন।
  • এদিন গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।
Advertisement