shono
Advertisement

সমঝোতার বার্তা দিয়ে গোপন আস্তানা থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা গুরুংপন্থীদের

কৌশল বদল পলাতক মোর্চা নেতাদের The post সমঝোতার বার্তা দিয়ে গোপন আস্তানা থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা গুরুংপন্থীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 PM Feb 02, 2019Updated: 12:43 PM Feb 02, 2019

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা৷ শুক্রবার গোপন আস্তানা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন পলাতক মোর্চা নেতারা৷ প্রকাশিত সেই বিবৃতিতে, গোর্খা জনজাতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে স্বাগত জানান তাঁরা৷ লেখেন, গোর্খাদের দাবিদাওয়ার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর উদ্দেশ্যে নবান্নে একটি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন গুরুংপন্থীরা৷

Advertisement

[পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, রোষের মুখে একাধিক জেলার পুলিশ সুপার ]

প্রেস বিজ্ঞপ্তিতে মোর্চা নেতা অন্যতম রোশন গিরি বলেন, “২৩ জানুয়ারি দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে গোর্খা জনজাতির সমস্যা নিয়ে স্থায়ী সমাধানের রাস্তা বাতলে দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। এ বিষয়ে আমরাও তাঁর পাশে আছি।” দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় জেরবার বিমল গুরুং, রোশন গিরিরা৷ অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে সাঙ্গপাঙ্গ নিয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছে মোর্চার এই দুই শীর্ষ নেতা। একসময় পাহাড়ের বেতাজ বাদশা বিমল গুরুংয়ের ফেলে আসা সাম্রাজ্য এখন চালাচ্ছেন বিনয় তামাং-অনীতা থাপারা। রাজনৈতিক মহলের ধারণা, এখন যথেষ্ট চাপে রয়েছে বিমল গুরুংরা। তারা ভালই বুঝতে পারছে যে পাহাড়ের রাশ আর তাদের হাতে নেই৷ সে কারণেই এখন সুর নরম করে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিচ্ছে তারা৷

[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]

প্রসঙ্গত, ২০১৭-র জুন থেকে দু’মাসের বেশি সময় ধরে অশান্ত হয়েছিল পাহাড়৷ রাজ্যের বিরুদ্ধে কার্যত রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিল মোর্চারা৷ যেই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন বিমল গুরুং-রোশন গিরিরা৷ কড়া হাতে মোর্চার সেই আন্দোলনের মোকাবিলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশদ্রোহিতা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মোর্চা নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য৷ তাদের বিরুদ্ধে জারি হয় লুক-আউট নোটিশ এরপর অজ্ঞাত বাস থেকেই একাধিকবার রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মোর্চা নেতারা৷ কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থনও জানিয়েছেন তারা৷ তবে শুক্রবার তাদের এই হঠাৎ ভোলবদলে মামলা শিথিলের ছক দেখছে রাজনৈতিক মহল৷

The post সমঝোতার বার্তা দিয়ে গোপন আস্তানা থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা গুরুংপন্থীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement