shono
Advertisement

চিনে রাসায়নিক প্ল্যান্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২২

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন৷ The post চিনে রাসায়নিক প্ল্যান্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২২ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:56 AM Nov 28, 2018Updated: 09:56 AM Nov 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাসায়নিক প্ল্যান্টের অদূরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ২২ জনের৷ ঘটনায় আহত অন্তত ২০৷ আজ, বুধবার সকালে বিস্ফোরণটি ঘটেছে চিনের হেবেই প্রদেশে৷ এদিন সকালের এই বিস্ফোরণের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি৷ জানা গিয়েছে, প্রথমে বিস্ফোরণ ঘটে স্থানীয় একটি কারখানায়৷ আগুন ছড়িয়ে পড়ে কারখার সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গায়৷ তবে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বিস্ফোরণের পর বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ এখনও পর্যন্ত দমকলের ৫০টি ইঞ্জিন টানা কাজ চালিয়ে যাচ্ছে যাচ্ছে৷

Advertisement

[আকাশে ভাসছে বিমান, ককপিটে ঘুমিয়ে পাইলট! তারপর…]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে পান রাসায়নিক প্ল্যান্ট লাগোয়া চিনের হেবেই প্রদেশের বাসিন্দারা৷ কিছু বুঝে ওঠার আগে আগুনের গ্রাসে চলে যায় যায় স্থানীয় পার্কিং স্লটের একাংশ৷ চোখের সামনে ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি ভস্মীভূত হতে দেখান বাসিন্দারা৷ ঘুমন্ত অবস্থাতেই আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু হয় কারখানার ২২ জন কর্মীর৷ আহত হন আরও অন্তত ২০ জন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় বাসিন্দাদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে পুলিশ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৫০টি ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে৷

[সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশি লড়েছে পাকিস্তান, আত্মপক্ষ সমর্থনে যুক্তি ইমরানের]

অকুস্থলের অদূরে রাসায়নিক প্ল্যান্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ ফলে, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার কাজে গুরুত্ব দেওয়া হয়েছে৷ তবে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট করতে পারেনি স্থানীয় প্রশাসন৷ দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চিনা আধিকারিকরা৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজও শুরু করেছে স্থানীয় প্রশাসন৷

The post চিনে রাসায়নিক প্ল্যান্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement