shono
Advertisement

কুয়াশার আদর মেখে যেখানে দাঁড়িয়ে তুষারাবৃত্ত হিমালয়

সিমলার অন্যতম উঁচু এই পাহাড়ি এলাকা তিব্বতের একেবারে সীমান্তে অবস্থিত৷ The post কুয়াশার আদর মেখে যেখানে দাঁড়িয়ে তুষারাবৃত্ত হিমালয় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:21 PM Aug 23, 2016Updated: 04:27 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাগু৷ নামটার সঙ্গে অনেকেই পরিচিত নন৷ দিল্লি বা হিমাচল প্রদেশ ঘুরতে গেলে এই জায়গাটি সাধারণত পর্যটকরা মিস করে যান৷ প্রকৃতির সৌন্দর্যকে আরও একটু কাছ থেকে চেখে দেখতে এবার ফাগুকে ঘোরার তালিকার অন্তর্ভূক্ত করে ফেলুন৷

Advertisement

সিমলার অন্যতম উঁচু এই পাহাড়ি এলাকা তিব্বতের একেবারে সীমান্তে অবস্থিত৷ তুষারাবৃত হিমালয়ের সাক্ষী হতে চাইলে ফাগুই হল আদর্শ গন্তব্য৷ পরিস্কার পরিচ্ছন্ন ছিমছাম ছোট্ট এই গ্রামটি নবদম্পত্তিদের ভীষণ প্রিয়৷ ঘন কুয়াশার চাদর ভেদ করে সকাল শুরু হয় এখানে৷ আর হিমালয়ের কোলে সূর্য ঢোলে পড়ে রাত্রি নামে৷ ফগ বা কুয়াশা থেকেই জায়গাটির নাম ফাগু হয়েছে বলে মনে করা হয়৷ শীতকালে অনেক সময় এখানকার তাপমাত্রা মাইনাস ডিগ্রিতেও নেমে যায়৷ তাই সাধারণত পর্যটকরা গরমকালে ঠান্ডা উপভোগ করতে পাড়ি দেন ফাগুতে৷

কী কী দেখবেন

  • প্রথমেই চলে যান কুফরিতে৷ ফাগু থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি স্কেটিংয়ের জন্য জনপ্রিয়৷ নেচার পার্ক ও মিনি চিড়িয়াখানা দেখে নিন৷ পাহাড়ি ঘোড়া ও ইয়াকের পিঠে চেপে বরফ ঢাকা উপত্যকায় ঘোরার ব্যবস্থাও রয়েছে৷
  • এবার ঘুরে নিন চেইল৷ এককালে এটি গ্রীষ্মকালীন রাজধানী ছিল হিমাচলের৷ পাতিয়ালা মহারাজার প্রাসাদ এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান৷ বিশ্বের উচ্চতম ক্রিকেট মাঠটিও এখানেই অবস্থিত৷ এছাড়াও রয়েছে সিধ বাবার মন্দির ও অভয়ারণ্য৷
  • ফাগু থেকে ৪২ কিলোমিটার দূরে অবস্থিত নারকন্দা৷ হিন্দুস্তান তিব্বত রোড ধরে যাওয়ার পথে নারকন্দা থেকে সারি সারি পাহাড়ের দৃশ্য চোখে পড়বে৷ সেসব ছবি ফ্রেমবন্দি করতে করতে এগিয়ে হাতু মাতা মন্দিরের দিকে৷ হাতু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি শীতকালে পুরোপুরি বরফে ঢেকে যায়৷ অনেকেই এই এলাকায় ট্রেকিং করতে আসেন৷
  • হাতুর আরেকটি বিশেষ আকর্ষণ হল এখানকার আপেলের বাগান৷ কোটগড় ও থানেধরের আপেল বাগান জগদ্বিখ্যাত৷

 

কীভাবে যাবেন

হাওড়া থেকে সিমলা যাওয়ার জন্য রয়েছে তিনটি ট্রেন৷ সিমলা থেকে ফাগুর দূরত্ব ২২ কিলোমিটার৷ ট্রেনে গেলে সিমলা স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবেন৷ এছাড়া ফাগুর সবচেয়ে কাছের বিমানবন্দর হল জুব্বারহাট্টি৷ সেখান থেকে গাড়িতে ৪৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ফাগু৷

কোথায় থাকবেন

ফাগুতে থাকার জন্য ছোট বড় সবরকম হোটেল ও রিসর্ট পেয়ে যাবেন৷ হোটেল থেকেই গাড়ি করে ঘোরার ব্যবস্থা থাকে৷ কুফরি হলিডে রিসর্ট, নর্দান ক্রাউন, দ্য অ্যাপেল ব্লজমের মতো হোটেলগুলিতে থাকা খাওয়া ঘোরা সব ব্যবস্থাই রয়েছে৷

The post কুয়াশার আদর মেখে যেখানে দাঁড়িয়ে তুষারাবৃত্ত হিমালয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement