shono
Advertisement

উঠোনেই ফলছে থোকা-থোকা আঙুর, শখের বাগানে তাক লাগালেন হুগলির বাসিন্দা

গত বছর সেই বাগানে পরীক্ষামূলকভাবে আপেল ও আঙুর গাছ লাগান।
Published By: Paramita PaulPosted: 03:41 PM May 23, 2025Updated: 03:41 PM May 23, 2025

সুমন করাতি, হুগলি: শখ থাকলে সম্ভব সবই! আগে বাড়িতেই মাটির টবে আম, কাঁঠাল বা নারকেল ফলিয়েছেন। এবার সেই টবে থোকা থোকা আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিল। তাঁর উঠোনে টমেটোর পাশেই ফলছে এই রসালো ফল।

Advertisement

 

 

হুগলির চুঁচুড়া কাপাসডাঙার বাসিন্দা গোপাল দে। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। চার কাঠা জমির উপর নির্মিত বাড়ির ফাঁকা জায়গা ও ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ বসিয়েছেন তিনি। আম, কাঁঠাল, কলা, কামরাঙা, নারকেল-সহ অনেক গাছ বহু বছর ধরে ফল দিচ্ছে। গত বছর সেই বাগানে পরীক্ষামূলকভাবে আপেল ও আঙুর গাছ লাগান। আপেল গাছটি টিকে না থাকলেও আঙুর গাছটি লতিয়ে মাচার উপর ছড়িয়ে পড়ে এবং ফলও ধরে। শুধু ফল নয়, সেই আঙুর খেতে সুস্বাদু ও মিষ্টিও।

 

হুগলিতে এখনও বাণিজ্যিকভাবে আঙুর চাষ তেমন হয় না, সেখানে গোপালবাবুর এই উদ্যোগ শখের বাগানপ্রেমীদের কাছে এক উদাহরণ। বাঁকুড়ার মতো শুষ্ক জেলায় আঙুর চাষ হলেও, হুগলির আবহাওয়াতেও যে আঙুর ফলানো সম্ভব, তা প্রমাণ করেছেন তিনি। গোপালবাবু জানান, অবসর জীবনের সময়টুকু তিনি এই গাছগুলোর পরিচর্যায় কাটান। তাঁর পরিবারও তাঁর সঙ্গে গাছের দেখভাল করে। প্রকৃতির সঙ্গে এই সম্পর্কই তার জীবনের শান্তি ও আনন্দের অন্যতম উৎস। এই গল্প শুধু এক ব্যক্তির শখের নয়, বরং শহুরে কৃষির সম্ভাবনার এক নিখুঁত উদাহরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement