shono
Advertisement

Breaking News

jute

বেড়েছে সহায়কমূল্য, পাটকল মালিকদের কাছে সস্তায় পাট বিক্রি নয়, চাষিদের সতর্ক করল জুট কর্পোরেশন

পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ৩১৫ টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা করা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 01:58 PM May 14, 2025Updated: 02:40 PM May 14, 2025

নব্যেন্দু হাজরা: পাটের ন্যূন‌তম সহায়ক মূল‌্য বৃদ্ধি করেছে কেন্দ্র। তাই সস্তায় যাতে কৃষকরা জুটমালিকদের পাট বিক্রি না করেন তার আবেদন জানালে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তারা। প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন জানানো হয়, আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ৩১৫ টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা করা হয়েছে।

Advertisement

বাজারে পাটের চাহিদা কম থাকলে কৃষকেরা যাতে লোকসান করে তা বিক্রি করতে বাধ্য না হন, তা নিশ্চিত করা এমএসপির উদ্দেশ্য। ওই দামে তাঁদের থেকে পাট কেনে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া (জেসিআই)। পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনও বছর অতিফলন বা অন্য কারণে পাটের বাজার পড়ে গেলে চাষিরা যাতে আতঙ্কিত হয়ে বাজার দরের থেকে কম দামে পাট বিক্রি করে লোকসানের মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই তাঁদের থেকে এমএসপিতে ওই পণ্য কেনে কেন্দ্র।

সংস্থার এমডি অজয় কুমার জলি এদিন বলেন, "চাষিরা ইচ্ছে করলে জুট কমিশনার অফিসে এসে পাট বিক্রি করে যেতে পারে। কিন্তু কোনওভাবে সহায়কমূল্যের থেকে কম দামে তাঁরা যেন পাটবিক্রি না করে। পাট মিত্র যে অ‌্যাপ আছে, সেখানে যাবতীয় তথ‌্য এবিষয়ে তাঁরা পাবেন। পাটশিল্পের উন্নতিতে গত তিন-চার বছর ধরে ইসরোর সহায়তা নিয়েও কাজ করা হচ্ছে। গতবছরের থেকে এবছর পাট চাষ ভালো হয়েছে।" সংস্থার জেনারেল ম‌্যানেজার কল‌্যান কুমার মজুমদার বলেন, "গত বছর ১৩.১৭ লক্ষ টন পাট কেনা হয়েছিল।  এবছর এখনও পর্যন্ত ৫ লক্ষ ১০ হাজার টন এখনও কেনা হয়েছে। সরকারের তরফে ইসরোর সঙ্গে চুক্তি করায় কত পাট চাষ হয়েছে, কত নষ্ট হয়েছে, ইত‌্যাদি যাবতীয় তথ‌্য থাকছে। তারফলে চাষিদের বিমার সুযোগ পেতে কোনও অসুবিধা হবে না।" প্রতি বছর পাট মরসুম চলে জুলাই থেকে পরের জুন পর্যন্ত। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বক্তব্য, সহায়ক মূল্য বেড়ে যাওয়ায় এ বার পাট উৎপাদনের উৎসাহ বাড়বে। তিনি বলেন, "নতুন হার কার্যকর হবে ২০২৫-২৬ সালের পাট মরসুম থেকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাটের ন্যূন‌তম সহায়ক মূল‌্য বৃদ্ধি করেছে কেন্দ্র।
  • সস্তায় যাতে কৃষকরা জুটমালিকদের পাট বিক্রি না করেন তার আবেদন জানালে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তারা।
  • আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ৩১৫ টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা করা হয়েছে।
Advertisement