shono
Advertisement

Breaking News

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সাহায্য আবশ্যক, ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্ক

সমালোচনায় মুখর বিজেপি৷ The post কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সাহায্য আবশ্যক, ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Jul 21, 2018Updated: 03:58 PM Jul 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করতে গিয়ে বিতর্কে জড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা৷ জানালেন, পাকিস্তান ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভবপর নয়৷ পাকিস্তানের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠলে তবেই কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে কেন্দ্র৷ তাঁর এই পাক প্রীতির প্রকাশ্যে আসার পরেই রে রে করে উঠেছেন শাসক তথা বিজেপি শিবিরের অনেকেই৷ তাঁদের দাবি, পূর্বে অনেকবারই ইসলামাবাদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে নয়াদিল্লি৷ কিন্তু প্রত্যেকবারই সন্ত্রাসবাদকে মদত দিয়ে আলোচনার রাস্তাকে বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷

Advertisement

[গণধর্ষণের শিকার, অপমানে আত্মঘাতী মধ্যপ্রদেশের নির্যাতিতা নাবালিকা]

কেবল বিতর্কিত মন্তব্য করেই ক্ষান্ত থাকননি রাজনীতিতে পোড় খাওয়া এই প্রবীণ নেতা৷ সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিদেশনীতিরও৷ জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ ফলে তাঁর আশা, সেই কাজ করে উঠতে পারবেন প্রধানমন্ত্রী মোদি৷ লোকসভায় বিজেপি নেতাদের দিকে ইঙ্গিত পূর্ণ কটাক্ষ করে বলেন, মুসলমানরাও দেশের নাগরিক৷ নিজের বক্তব্যকে যুক্তিযুক্ত করতে উদাহরণ হিসাবে তুল ধরেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রসঙ্গকে৷ বলেন, একসময় যাঁরা পরস্পরের বিরুদ্ধে গোলাবর্ষণ করত, পারমাণবিক হামলার হুমকি দিত সেই যুযুধান দু’পক্ষ বৈঠকের টেবিলে বসে শান্তি স্থাপনের পথ ধরছেন৷ কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এই কাজে ব্যর্থ হচ্ছে বলে প্রধানমন্ত্রী মোদিকে একহাত নেন তিনি৷

[৮৪-র শিখ দাঙ্গার থেকে বড় গণপিটুনি দেশে ঘটেনি, সংসদে কংগ্রেসকে কটাক্ষ রাজনাথের]

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যকে হতাশা বলেই কটাক্ষ করেছেন শাসক শিবিরের একটি অংশ৷ কাশ্মীর সমস্যা সমাধানে দেশকে কাঠগড়ায় তুলে যেভাবে তিনি পাকিস্তানের প্রতি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে বলেছেন তাতে কার্যত অবাক বিশেষজ্ঞ মহল৷ তাঁদের বক্তব্য, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজে ইসলামাবাদে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুম্বই-সহ উরি, পাঠানকোট হামলার সঙ্গে পাক জঙ্গিদের প্রত্যক্ষ যোগের একাধিক তথ্য-প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত৷ সম্প্রতি রমজান উপলক্ষে শর্তসাপেক্ষে উপত্যকায় জঙ্গি দমন অভিযান বন্ধ রেখে সম্প্রীতির অনন্য নজির গড়ে তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ কিন্তু এইসবের পরিবর্তে পাকিস্তান বারবারই সমস্ত জঙ্গি যোগের তথ্যপ্রমাণ খারিজ করেছে৷ আন্তর্জাতিক মহলে বারবার ভারতকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে৷ বিভিন্ন হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমের মতো জঙ্গি নেতা, ডনকে আশ্রয় দিয়ে ও লস্কর, জইশের মতো সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় দিয়ে উপত্যকাকে উত্তপ্ত করে তুলেছে এবং ভারতের বিরুদ্ধে সব রকমের চক্রান্ত করে চলেছে৷ এমত অবস্থায় কেমন ভাবে পাকিস্তানের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটার পরামর্শ দেন ফারুক আবদুল্লার মতো একজন প্রবীণ নেতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

The post কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সাহায্য আবশ্যক, ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement