সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রতিটির নেপথ্যে রয়েছে নানা গল্প-কাহিনি। তেমনই একেক উৎসব একেকটা আলাদা রং নিয়ে আসে মানুষের জীবনে। সামনেই আলোর উৎসব - দীপাবলি। দীপের আলোয় ভরে উঠবে চারপাশ। জানেন কি এই উৎসবেও রঙের পৃথক মাহাত্ম্য আছে? ভারতের ঐতিহ্যের সঙ্গে মানানসই বেশ কিছু রং আছে, যার ব্যবহার এই সময়ে আপনার সৌভাগ্য বিকশিত হবে। সেসব রঙেরই হদিশ রইল এই প্রতিবেদনে।
দীপাবলি মানেই রংমশাল, ফুলঝুরি, তুবড়ি। এসবও হাজার রঙের ছটা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর নিশ্চয়ই বাড়ির সকলকে নিয়ে বাজি পোড়ানোর পরিকল্পনা আছে? আবার কারও কারও বাড়িতে ওইদিন দীপান্বিতা লক্ষ্মীপুজো হয়। সেও উৎসবের মধ্যে আরেক উৎসব। এই বিশেষ দিনের জন্য সাজগোজের পরিকল্পনা করেছেন কি? নাকি এখনও কী রঙের পোশাক পরবেন অথবা কোন কোন রঙে ভরিয়ে তুলবেন রঙ্গোলি, সেসব ভেবে কূলকিনারা পাচ্ছেন না? তাহলে জেনে নিন দীপাবলি স্পেশাল কিছু রঙের কথা। লাল, হলুদ, সোনালি, গোলাপি - এই চারটি রং আপনি অনায়াসে বেছে নিতে পারেন। আর সাদা রঙের কথা তো আলাদা করে বলার কিছু নেই। যে কোনও সময় যে কোনও জায়গায় সাদা রঙের পোশাক আপনাকে অনন্য করে তুলবে সকলের মাঝে।
তবে দীপাবলির রং হিসেবে সবচেয়ে এগিয়ে সোনালি। বলা হচ্ছে, এটি সম্পদের প্রতীক। হিন্দু ঐতিহ্যের সঙ্গে এই রঙের সম্পর্ক অতি নিবিড়। সোনালি রঙের পোশাক কিংবা সোনার গয়না অথবা ঘর সাজাতে সোনালি আলো, রঙ্গোলির ব্যবহার দীপাবলির দিনটিকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। যদি এই রঙের কিছু আপনার হাতের কাছে না থাকে, তাহলে সোনালি কোনও সামগ্রী কিনে ফেলুন দীপাবলির আগে।
প্রদীপ আর রং দিয়ে আলপনা।
দীপাবলি বা কালীপুজোয় হয় শক্তির আরাধনা। লাল রং তার প্রতীক। লাল আবার প্রেমেরও প্রতীক। এই আলোর উৎসব তো প্রেমে আবদ্ধ হওয়ার আদর্শ সময়। তাই মনের মানুষকে কাছে টানতে পরুন লাল রঙের পোশাক। আলোকোজ্জ্বল পরিবেশে আপনাকে দেখে মুগ্ধ না হয়ে যাবেন না কেউ।
দীপাবলিতে লাল পোশাক। ছবি: সংগৃহীত।
গোলাপি বা ম্যাজেন্টা রং পুরোপুরি প্রেমের প্রতীক। আলোকময় পরিবেশে যে কোনও শেডের গোলাপি আপনাকে করে তুলবে আকর্ষণীয়। বিশেষত যদি আপনি দীপাবলিতে শাড়ি পরেন, তবে অবশ্যই গোলাপি রং বেছে নিন। শুধু মাথায় রাখবেন, শাড়ি আর ব্লাউজে রঙের মেলবন্ধনটা যেন সুন্দর হয়।
গোলাপি-রানি রঙের শাড়ি।
হলুদ রং হল আশা আর জ্ঞানের প্রতীক। দীপাবলির আলো আশারও দীপ। হলুদ রং তাই চাহিদার শীর্ষে। এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক কিংবা আলোর ব্যবহার অবশ্যই আপনার আশাও আরও উজ্জ্বল করে তুলবে।
রঙ্গোলিতে হলুদ রং অবশ্যই ব্যবহার করুন।
হলুদের হাত ধরেই আসে সবুজ। এই রং শস্য-শ্যামল পরিবেশের প্রতীক। সেইসঙ্গে এই রং সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা বহন করে। দীপাবলির দিন সবুজ রঙের পোশাক আপনার সম্পদ বৃদ্ধি করবে। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব আরও মজবুত করবে।
সুতরাং, খুব বেশি ভাবনাচিন্তা না করে এর মধ্যে থেকেই যে কোনও একটি রং বেছে নিন। আলোর উৎসব হয়ে উঠুক আনন্দময়।
