shono
Advertisement
Durga Puja Fashion

সাধ্যের মধ্যেই শখপূরণ, পুজোয় নজরকাড়া কালেকশন মানেই ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’

মাত্র ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকার শাড়িও রয়েছে এই দোকানে।
Published By: Sayani SenPosted: 03:51 PM Sep 24, 2025Updated: 04:52 PM Sep 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন শাড়ি গায়ে না দিলে পুজো (Durga Puja Fashion) এসেছে মনেই হয় না! শাড়ি কেনার শখ তো সারা বছরই মেটানো যায়। তবে পুজোর সময় দোকানে দোকানে ঘুরে, হাতে ছুঁয়ে শাড়ি দেখার যে আনন্দ, তা বুঝি আর কিছুতেই মেলে না। স্নান সেরে নতুন শাড়ি গায়ে দিয়ে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া… নবমীর সন্ধেয় জমকালো শাড়ি পরে প্যান্ডেল হপিংয়ে বেরোন… অথবা দশমীতে লাল-সাদা শাড়িতে সেজে মাকে বরণ করে নেওয়া… শাড়ি হয়ে ওঠে উদযাপনের অঙ্গ।

Advertisement

একই ছাদের তলায় নানা ধরনের শাড়ির অফুরন্ত সম্ভার পেতে চলে যাওয়া যেতে পারে ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ। এখানে একদিকে যেমন পাওয়া যাবে নানান বৈচিত্রের ফ্যাব্রিক, অন্যদিকে তেমনই সাধ্য অনুযায়ী কেনাকাটা করা যাবে। মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয়ে দেড় লাখ টাকার শাড়িও রয়েছে এই দোকানে। মাশরু থেকে কাতান, গাদোয়াল থেকে অরগ্যানজা, টিস্যু থেকে কোরা, শিফন থেকে পিওর কটন – এবারের পুজোয় যা-কিছু ট্রেন্ডিং, তার সমস্তটাই ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ পাওয়া যাবে। সঙ্গে পেয়ে যাবেন মানানসই গয়না, পোটলি ব্যাগ, ডিজাইনার ব্লাউজ আর unstiched ড্রেস মেটেরিয়ালও। ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ রয়েছে ‘কাস্টম টেলরিং’-এর সুবিধা। অর্থাৎ, শাড়ি কেনার পর ফলস্-পিকো, ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানানো, অথবা ড্রেস মেটেরিয়াল মাপমতো সেলাই করে প্রস্তুত করে দেওয়া – সবটা হয়ে যাবে এখানেই। ক্রেতাদের এক দোকান থেকে অন্য দোকানে ছুটে বেড়ানোর প্রয়োজনই পড়বে না!

এই প্রতিষ্ঠান কেবল এক সাধারণ শাড়ির দোকান নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১০০ বছরের পুরনো ইতিহাস। ১৯২৬ সালে কলকাতার কলেজ স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়ান সিল্ক হাউস’-এর প্রথম স্টোর। এখানকার অসামান্য শাড়ির ভাণ্ডার প্রথম থেকেই ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তাই পরবর্তীকালে দক্ষিণ কলকাতায় খোলা হয় দোকানটির দ্বিতীয় ব্রাঞ্চ। পি নাইন্টি-টু লেক রোড কলকাতা ২৯-এ রয়েছে ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’ নবতম আউটলেটটি। ব্র্যান্ডের কর্ণধার কবিতা সামসুখা জানাচ্ছেন, "আমাদের দোকানের প্রতিটি শাড়িই উচ্চ গুণমানের। তাই মানুষ একবার এলে, বারেবারেই ফিরে আসেন এখানে। বাংলার বিভিন্ন জায়গায় সমনামের শাড়ির দোকান দেখা গেলেও এই দু'টি ছাড়া আমাদের অন্য কোনও শাখা নেই।"

ভারতের নানান প্রান্ত থেকে উৎকৃষ্ট মানের সিল্ক-সহ অন্যান্য উপাদানের শাড়ি রীতিমতো বাছাই করে আনা হয় এই দোকানে। কর্ণধার কবিতার কথায়, তিনি ও তাঁর স্বামী ব্যক্তিগত স্তরে ক্রেতাদের পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন। তাই ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ যে সমস্ত শাড়ি পাওয়া যায়, তার প্রতিটিতেই লেগে থাকে ভালোবাসার ছোঁয়া। যেন ক্রেতা-বিক্রেতার সম্পর্ক নয়, কোনও নিজের মানুষই তা ভালোবেসে উপহার দিয়েছেন। এখানে পাওয়া যায় রোজকার ব্যবহারের সাধারণ সুতির শাড়ি থেকে শুরু করে পুজো (Durga Puja Fashion) কিংবা বিয়ের অনুষ্ঠানের উপযোগী বেনারসী, কাঞ্জিভরমের মতো নামীদামি শাড়িও।

পৃথিবীর যেকোনও জায়গায় বসেই আপনি মনের মতন শাড়ি অর্ডার করতে পারবেন www.indiansilkhouse.com –এ ক্লিক করলেই। কেবল পুজোর সময় নয়, বছরভরই ক্রেতাদের রয়েছে এই সুবিধা। কোন শাড়ির কোয়ালিটি কেমন, বুঝবেন কী করে? সে জন্যই ইউটিউবে রয়েছে ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এর নিজস্ব সিরিজ ‘অনন্যা’, যেখানে এখনও পর্যন্ত ৪০০টি এক্সক্লুসিভ এপিসোড জুড়ে দেখানো হয়েছে অভিনব সব শাড়ি। কেনার আগে বাড়ি বসেই শাড়ির গুণমান বুঝে নেওয়া যায়। এছাড়াও সোশাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন, ফেসবুক ও ইন্সটাগ্রামেও রীতিমতো সক্রিয় এই সংস্থা। নানা কালেকশন দেখতে পারেন ইউটিউবে: https://www.youtube.com/@indiansilkhouseexclusives

সংবাদ প্রতিদিন ডট ইন-এর সঙ্গে আলাপচারিতায় কবিতা সামসুখা বলেন, "আজকাল অল্পবয়সি মেয়েরাও শাড়ির প্রতি আগ্রহী হচ্ছে। যেকোনও অনুষ্ঠানেই পোশাক হিসেবে শাড়িকে প্রাধান্য দিচ্ছে তারা। এ আমার কিংবা তাবৎ শাড়িপ্রেমীদের কাছে যারপরনাই গর্বের বিষয়।" এবারের পুজোয় আপনারও শপিং ডেসটিনেশন হয়ে উঠুক ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’।

কলকাতার বুকে খাঁটি বেনারসি ও পিওর সিল্ক শাড়ি কিনতে চাইলে ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ আসতেই হবে।
দোকানের ঠিকানা : P-92, Lake Road, Kolkata – 700029
ফোন নম্বর : 03324663907 /হোয়াটসঅ্যাপ : 9830436334

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একই ছাদের তলায় নানা ধরনের শাড়ির অফুরন্ত সম্ভার পেতে চলে যাওয়া যেতে পারে ‘ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস্’-এ।
  • এখানে একদিকে যেমন পাওয়া যাবে নানা বৈচিত্রের ফ্যাব্রিক, অন্যদিকে তেমনই সাধ্য অনুযায়ী কেনাকাটা করা যাবে।
  • মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয়ে দেড় লাখ টাকার শাড়িও রয়েছে এই দোকানে।
Advertisement