shono
Advertisement
Durga Puja Lifestyle

পুজোয় নতুন জুতো পড়ে পায়ে ফোসকা? সহজেই সমস্যার সমাধান জেনে নিন

কয়েকটা উপায় মেনে চললেই ঝটপট দূর হবে সমস্যা।
Published By: Arani BhattacharyaPosted: 05:56 PM Sep 28, 2025Updated: 05:57 PM Sep 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির প্রাণের উৎসবে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ঠাকুর দেখার ঢল রাস্তায় রাস্তায়। প্রথমদিন ঠাকুর দেখতে বেরিয়েই নতুন জুতোর কারণে পায়ে ফোস্কা। ঠাকুর দেখা তো দূর কয়েক পা হাঁটার আগে ভাবতে হচ্ছে। এমতাবস্থায় ভাবছেন কী করবেন? পায়ের ফোস্কা থেকে মুক্তি পেতে কয়েকটা উপায় মেনেই চললেই সমস্যা ঝটপট দূর হবে।

Advertisement

জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে তা থেকে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে। ফোসকা পড়ার সম্ভবনাও থাকবে না।

চেষ্টা করুন প্রথমে যে জুতো পরে বেরোবেন বলে ঠিক করেছেন, তার ভিতরের অংশে, গোড়ালির কাছে নারকেল তেল লাগিয়ে রাখুন। আগের রাত থেকে তা করলেই সবথেকে বেশি উপকার পাবেন। একান্তই তা না হলে, সকালে উঠেও তা করতে পারেন। চামড়ায় জুতোয় এর ফলে কোনও ক্ষতি হবে না।

রাস্তায় খুব অসুবিধা হলে একটা ব্যান্ডেড লাগিয়ে নিন। তারপর বাড়ি ফিরে ভালো করে পা ধুয়ে অন্য ওষুধ লাগাতে পারেন। আর এমনটা হলে পরের কয়েকদিন হালকা কোনও জুতো পরুন। চটি জাতীয় কিছু পরলে সবথেকে ভালো। এক্ষেত্রে ঘষা লাগার সম্ভাবনা সবথেকে কম। তাহলে এই সাধারণ উপায় মাথায় রেখে ঠাকুর দেখতে বেরোলেই আর ফোস্কার ভয় থাকবে না। তায় নতুন জুতো পরে স্টাইলও হবে, সঙ্গে পুজোর আনন্দও বজায় থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে তা থেকে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে।
  • সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন।
  • এতে জুতোর চামড়া নরম হবে। ফোসকা পড়ার সম্ভবনাও থাকবে না।
Advertisement