shono
Advertisement
Fashion News

ক্রিম-লোশনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছেন? এই ৭ ঘরোয়া টোটকায় শীতে হাসবে ত্বক

কোনও রাসায়নিক ছাড়াই বাড়িতে তৈরি করুন শীতকালীন ‘স্কিন কেয়ার’।
Published By: Buddhadeb HalderPosted: 08:38 PM Jan 09, 2026Updated: 08:38 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ কার না প্রিয়? কিন্তু এই সময় ত্বকের দফারফা হতে সময় লাগে না। ঠান্ডা হাওয়া আর আর্দ্রতার অভাবে ত্বক হয়ে পড়ে খসখসে ও প্রাণহীন। নামী ব্র্যান্ডের দামি ক্রিমের পেছনে ছোটেন অনেকেই। কিন্তু আপনি কি জানেন, আসল সমাধান লুকিয়ে আছে আপনার হেঁশেলেই? কোনও রাসায়নিক ছাড়াই বাড়িতে তৈরি করে নেওয়া যায় শীতকালীন ‘স্কিন কেয়ার’।

Advertisement

কেন এই বাড়তি যত্ন?
শীতকালে বাতাসের জলীয় বাষ্প কমে যায়। ফলে ত্বক খুব দ্রুত জল হারাতে শুরু করে। ঘরোয়া প্রাকৃতিক ময়েশ্চারাইজার কেবল আর্দ্রতাই ফেরায় না, ত্বকের স্বাভাবিক রক্ষাকবচ হিসেবে কাজ করে।

৭টি অব্যর্থ ঘরোয়া টোটকা
১) শিয়া বাটার ও আমন্ড তেল:
শিয়া বাটারের সঙ্গে অল্প আমন্ড তেল মিশিয়ে হালকা আঁচে গরম করুন। এরপর ঠান্ডা করে ফেটিয়ে নিলেই তৈরি জমাট বাঁধা ক্রিম। এটি রুক্ষ ত্বকের জন্য মহৌষধ।
২) অ্যালোভেরা ও গ্লিসারিন: যাঁরা খুব বেশি চ্যাটচ্যাটে ভাব পছন্দ করেন না, তাঁদের জন্য এটি সেরা। অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মিশিয়ে তৈরি করুন হালকা ‘হাইড্রেটিং জেল’।
৩) দুধের সর ও অলিভ অয়েল: এই পুরনো ঘরোয়া টোটকা আজও কার্যকর। দুধের সরের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মাখলে ত্বকে আসবে রাজকীয় জেল্লা।
৪) মধু ও নারকেল তেল: মধু আর্দ্রতা টানে আর নারকেল তেল তা ত্বকে ধরে রাখে। এই মিশ্রণ নিস্তেজ ত্বকে প্রাণ ফেরাতে সক্ষম।
৫) মৌমাছির মোম বা বি-ওয়াক্স: জল, অলিভ অয়েল ও মোম মিশিয়ে তৈরি এই ক্রিম প্রচণ্ড শীতেও ত্বক ফাটতে দেয় না।
৬) অ্যালোভেরা ও নারকেল তেল: যাঁদের ত্বক শীতে লাল হয়ে যায় বা চুলকায়, তাঁদের জন্য এই শীতল মিশ্রণটি বেশ আরামদায়ক।
৭) ভিটামিন-ই ট্রিটমেন্ট: যেকোনও ঘরোয়া ক্রিমের সঙ্গেই ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিতে পারেন। এটি বলিরেখা দূর করতে সাহায্য করে।

জরুরি পরামর্শ
সব সময় ভিজে ত্বকে ময়েশ্চারাইজার লাগাবেন। রাতে ঘুমনোর আগে একটু ভারী ক্রিম ব্যবহার করা ভালো। মনে রাখবেন, অ্যালোভেরা যুক্ত মিশ্রণ ফ্রিজে রাখবেন। এক সপ্তাহের বেশি ব্যবহার করতে যাবেন না যেন! এছাড়া, কোনও উপাদান ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করে নিতে ভুলবেন না। আপনার ত্বকের ধরণ বুঝে বেছে নিন সঠিক ঘরোয়া ময়েশ্চারাইজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নামী ব্র্যান্ডের দামি ক্রিমের পেছনে ছোটেন অনেকেই।
  • আপনি কি জানেন, আসল সমাধান লুকিয়ে আছে আপনার হেঁশেলেই!
  • আপনার ত্বকের ধরণ বুঝে বেছে নিন সঠিক ঘরোয়া ময়েশ্চারাইজার।
Advertisement