shono
Advertisement

Breaking News

Fashion

চুলে পাক ধরেছে? বিষণ্ণ হবেন না, ক্যানসারেরও রক্ষাকবচ এই পাকা চুলই

ইদানিং তারকাদের 'সল্ট অ্যান্ড পেপার' লুক কিন্তু আকর্ষণের কেন্দ্রে!
Published By: Sucheta SenguptaPosted: 09:25 PM Nov 17, 2025Updated: 09:26 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পেরচ্ছে, বয়স এগোচ্ছে এক পা এক পা করে। শরীর, মনের অন্দর পালটাচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে কেউ কেউ বেশি ব্যতিব্যস্ত হয়ে ওঠেন শারীরিক পরিবর্তন নিয়ে। চুলে পাক ধরেছে দেখলে অনেক মহিলাই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। হয়ত একরাশ ঘন কালো চুলের মাঝে দু,একটা রুপোলি রেখা তাঁর সৌন্দর্যহানি করছে, এই ভাবনায় কেশের রূপ নিয়ে বিরক্তও বোধ করেন। তাহলে তাঁদের একবার শুনতেই হবে অঞ্জন দত্তর 'ম্যারি অ্যান' গানটি - 'পাক ধরে গেছে চুলে, গাল দুটো গেছে ঝুলে', এই বর্ণনার মাঝেও ছোটবেলার প্রেমিকার প্রতি প্রেমে এতটুকুও যে ভাটা পড়েনি, তা সজোরে ঘোষণা করেছেন গায়ক।

Advertisement

আবার বলিউডের দিকে তাকান। সবে ষাটে পা রাখা শাহরুখ খান, আমির খানদের 'সল্ট অ্যান্ড পেপার' লুক আপনাকে মুগ্ধ করে না কি? অনুরাগীদের কাছে তো তাঁরা আরও আকর্ষণীয়। তবে জানেন কি, এই চুলই মারণ রোগের বিরুদ্ধে আপনার রক্ষাকবচ?

আসন্ন সিনেমায় এই লুকেই দেখা যাবে সদ্য ষাটে পা রাখার শাহরুখ খানকে।

মেলানোসাইট স্টেম সেল। এই কোষই আপনার চুলের রং নির্ধারণ করে। জিনগত কারণ এবং দৈনন্দিন জীবনযাপনের কারণে এই কোষের দু'রকম বদল হতে পারে। যার একটি প্রতিফলিত হয় বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অন্যটি টিউমারের দিকে চলে যায়। টিউমারটি মেলানোমা বলে পরিচিত। এটি একধরনের ক্যানসার। চিকিৎসকদের মতে, আপাত নিরীহ হলে এটি আসলে বেশ মারাত্মক। আর সেই ক্যানসার থেকে আপনাকে বাঁচাতে পারে চুলের রুপোলি রেখা। ব্যাখ্যাটা কী? বিশেষজ্ঞদের মতে, মেলানোসাইট স্টেম সেলের বৃদ্ধি থমকে গেলে চুল পাকতে শুরু করে।

কাঁচা-পাকা চুল-দাড়িতে 'মিস্টার পারফেকশনিস্ট'ও বেশ আকর্ষণীয়।

যদি তা না হতো, তাহলে উলটোটা ঘটত। অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজনের ফলে চুলে বাসা বাঁধতে পারত মারণ রোগ ক্যানসার। এছাড়া কোনও কারণে চুলে কারসিনোজেনিক বা ক্ষতিকারক কিছুর প্রভাব পড়লে তখন কিন্তু স্টেম সেলের বিভাজন হতে থাকে এবং চুলে পাক ধরে না। তার মানে কিন্তু অনন্ত যৌবন নয়। বরং তা অশুভ লক্ষ্ণণ। এখান থেকেও আপনার চুল ক্যানসার আক্রান্ত হতে পারে। ফলে পাকা চুল আপনাকে ক্যানসার থেকে সুরক্ষিত রাখার একটা বড় অস্ত্র। আর তাই এই কথা জেনে রাখুন, পাকা চুল মানেই জীবন সায়াহ্ন নয়, বিষণ্ণতাও নয়। বরং রুপোলি কেশবিন্যাস নিয়ে আরও ভালোভাবে বাঁচুন, আনন্দে বাঁচুন। ঠিক শাহরুখ, আমিরদের মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চুলে পাক ধরলেই মনখারাপ নয়, ওটাই আপনার রক্ষাকবচ।
  • বিশেষজ্ঞরা পাকা চুলের রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করে এমনই জানাচ্ছেন।
  • ক্যানসার থেকে রক্ষা করতে পারে পাকা চুল।
Advertisement