shono
Advertisement
Fashion Tips

পুরুষরা সাবধান! ত্বকের যত্ন না পেলে অকালে পড়তে পারে বার্ধক্যের ছাপ

জেনে নিন বাইরে থেকে আসার পর কীভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।
Published By: Sayani SenPosted: 05:05 PM Jan 25, 2026Updated: 05:05 PM Jan 25, 2026

মেয়েদের রূপচর্চা নিয়ে সকলেই কথা বলেন। কিন্ত ছেলেদের রূপচর্চার কথা উঠলে অনেকেই নাক সিঁটকোন। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রূপচর্চার প্রয়োজন মেয়েদের থেকে ছেলেদের অনেক বেশি। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা বাইরে বেরলে বা ধুলোবালির মধ্যে ঘুরে এলেই মুখ ধুয়ে নেন বা কোনওভাবে মুখ পরিষ্কার করে ফেলেন। কিন্ত আদি অনন্তকাল ধরে ছেলেরা মনে করেন তাঁদের রূপচর্চার কোনও প্রয়োজনই নেই। কারণ রূপচর্চা করার অধিকার একমাত্র মেয়েদেরই রয়েছে। ছেলেরা ভেবে দেখেছেন কি, এই যে ধুলোবালির মধ্যে ঘুরে বাইরে থেকে আসছেন অথচ মুখ না ধুয়েই থাকছেন। এতে আপনার ত্বকের কোশগুলোতে ধুলোবালির প্রলেপ জমা হচ্ছে। আর এই ধুলোবালির প্রলেপ জমতে জমতে একটা সময় ত্বকে কালো ছোপ পড়ে, আর সেখান থেকে দেখা দেয় ব্রণর সমস্যা।

Advertisement

তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আজ থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলুন –

  • বাইরে থেকে এসেই আগে মুখ ধুয়ে নেবেন। আর যদি আপনি রোজ বাইক চালান, তবে বাইক চালানোর সময় অবশ্যই মুখ ঢাকা হেলমেট ব্যবহার করবেন। যদি সেটা সম্ভব না হয় তবে সবসময় পকেটে ওয়েট টিসু রাখবেন, আর বাইক থেকে নেমেই ওই ওয়েট টিসু দিয়ে মুখটা মুছে নেওয়ার চেষ্টা করবেন।
  • ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে ক্রিম ফেসওয়াশের তুলনায় জেল ফেসওয়াশ ব্যবহার করাই ভাল। কারণ ছেলেদের ত্বকে তেলের ভাগ অনেক বেশি থাকে, আর ত্বকের তৈলাক্তভাব দূর করতে জেল ফেসওয়াশ অবার্থ্য।
  • এছাড়া সপ্তাহে অন্তত একদিন স্ক্রাব করা বাধ্যতামূলক, কারণ তাতে ত্বকের মধ্যে জমে থাকা বাড়তি ময়লা বেরিয়ে যায়।
  • স্ক্রাব করার পর যে কোনও ধরনের ক্রিম ব্যবহার করা অত্যন্ত জরুরি। আর রোদে বেরোলে সবসময় সানস্ক্রিন লাগনো উচিত।

এই নিয়মগুলো মেনে চললে একদিকে যেমন ত্বকের কোনও ক্ষতি হয়না, তেমন ত্বকে সহজেই বার্ধ্যকের ছাপও পড়ে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement