shono
Advertisement
Strawberry Skin

স্ট্রবেরি স্কিনের সমস্যায় জেরবার? এই সহজ উপায়েই পাবেন রেহাই

স্ট্রবেরি স্কিনের সমাধানে কী কী উপায় মেনে চলবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 06:49 PM Aug 17, 2025Updated: 06:49 PM Aug 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্রবেরি স্কিন বা স্ট্রবেরি লেগসের মতো সমস্যা নতুন কিছু নয়য়। কিন্তু এই সমস্যা ত্বকে দেখা দিলে বাড়তি যত্ন ত্বকের নিতে হয় বইকি। সাধারণত ত্বকের কোনও জায়গায় রেজার দিয়ে শেভিং করলে এই সমস্যা দেখা যায়। স্ট্রবেরি স্কিনের সমাধানে কী কী উপায় মেনে চলবেন জেনে নিন।

Advertisement

রেজার দিয়ে ত্বকের কোনও অংশে শেভিং করার পর অনেকেরই এই সমস্যা দেখা যায়। তাই যে কোনও রেজার ব্যবহার না করে এক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন প্রয়োজন। শেভিং করার আগে অবশ্যই ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন।

স্ট্রবেরি স্কিনের সমস্যা এড়াতে ত্বকের মৃত কোষ দূর করা খুব প্রয়োজন। তাই নিয়মিত স্ক্রাবের মাধ্যমে মৃত ত্বককে সজীব রাখা প্রয়োজন।

স্ট্রবেরি স্কিন মূলত ওপেন পোরস বা রোমকূপ উন্মুক্ত হয়ে গেলে এই সমস্যা দেখা যায়। যা দিয়ে অতিরিক্ত ঘাম ও দেহের অতিরিক্ত তেল বেরিয়ে গেলে তাতেই স্ট্রবেরি স্কিনের সমস্যা দেখা যায়। তাই এই ওপেন পোরস বন্ধ করার জন্য সামান্য অ্যাপেল সিডার ভিনিগার অল্প জলে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। তাতে এই সমস্যার সমাধান ঘটবে।

ব্যবহার করতে পারেন টি ট্রি তেল। নারকেল তেল অথবা অলিভ ওয়েল সঙ্গে সামান্য টি ট্রি তেল মিশিয়ে ত্বকের যে জায়গায় এই সমস্যা দেখা গিয়েছে সেখানে মেখে নিন। তাতে ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যে কোনও রেজার ব্যবহার না করে এক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন প্রয়োজন।
  • শেভিং করার আগে অবশ্যই ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
  • স্ট্রবেরি স্কিনের সমস্যা এড়াতে ত্বকের মৃত কোষ দূর করা খুব প্রয়োজন। তাই নিয়মিত স্ক্রাবের মাধ্যমে মৃত ত্বককে সজীব রাখা প্রয়োজন।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার