shono
Advertisement
Kiss day

চুম্বন দিবসে দিনভর লিপস্টিক থাকবে অক্ষত, প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডোবালেও চিন্তা নেই! রইল টিপস

৪ নম্বর টিপস অবশ্যই মেনে চলুন আর মন খুলে চুমু খান।
Published By: Sandipta BhanjaPosted: 09:16 PM Feb 12, 2025Updated: 09:16 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিককে চুমু খেতে গিয়ে লিপস্টিক ঘেঁটে ঘ! বাড়িতে গেলে আর রক্ষে নেই! রুমাল দিয়ে মুছেও পার পাচ্ছেন না? চুম্বন দিবসে চতুর্দিক থেকে এহেন নানা মজার কাণ্ডকারখানা শোনা যায়। অনেকে আবার লিপস্টিকের জন্য মন খুলে চুমু খেতেও ভয় পান। কিন্তু কুছ পরোয়া নেহি! এই প্রেমদিবসে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে চুমু খান। ঠোঁটের লিপস্টিক থাকবে অক্ষত। কীভাবে? রইল দারুণ সব টিপস।

Advertisement

১) ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে, প্রয়োগ করার আগে অবশ্যই মৃত ত্বক স্ক্রাব করতে হবে। গোলাপজল, মধু এবং চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন লিপ স্ক্রাব। ঠোঁটে স্ক্রাব করার পর লিপবাম এবং তারপর লিপস্টিক লাগান।

২) লিপস্টিক লাগানোর আগে ভালো কোনও লিপ প্রাইমার লাগিয়ে নিন। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। চাইলে প্রাইমারের জায়গায় ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন। এতেও ঠোঁটের লিপস্টিক দীর্ঘক্ষণ বজায় থাকে।

৩) এবার লিপস্টিক পরার পদ্ধতিতে আসা যাক। একটি লিপ লাইনার দিয়ে আপনার ঠোঁটে লাইন করে নিন। সম্পূর্ণ ঠোঁটেও লাগাতে পারেন। এতে লিপস্টিক লাইনার অনুযায়ী থাকবে। ছড়িয়ে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে। এই পদ্ধতিতে ঠোঁট পুরুও মনে হবে।

৪) লিপস্টিক লাগানোর পর ঠোঁটের মাঝে একটি টিস্যু রাখুন এবং তার পরে একটি তুলতুলে ব্রাশ দিয়ে কিছুটা পাউডার আলতো করে লাগিয়ে নিন। সবশেষে লিপস্টিকের আরও একটি পরত লাগান এবং দীর্ঘস্থায়ী করার জন্য আরও একবার গোটা প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন।

৫) খুব উল্লেখযোগ্য পয়েন্ট হল, লিপস্টিকের মানের সঙ্গে কখনোই আপস করবেন না। ভালো ব্র্যান্ডের লিপস্টিক নিয়মিত ব্যবহার করুন। কারণ এই প্রসাধনী দ্রব্য খাবারের সঙ্গে অনেকসময়ে পেটেও যায়। সেই সব ম্যাট লিক্যুইড লিপস্টিক ব্যবহার করুন যাতে দীর্ঘক্ষণ ঠোঁটে থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লিপস্টিক লাগানোর আগে ভালো কোনও লিপ প্রাইমার লাগিয়ে নিন।
  • ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে, প্রয়োগ করার আগে অবশ্যই মৃত ত্বক স্ক্রাব করতে হবে।
  • লিপস্টিকের মানের সঙ্গে কখনোই আপস করবেন না।
Advertisement