সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অফিসের ব্যস্ততা। তার উপর আবার বাড়ির কাজ। সবমিলিয়ে পার্লারে যাওয়ার অবকাশ নেই। ম্যানিকিওর তো দূর অস্ত। হাতের যাচ্ছে তাই দশা। বহু গৃহিণী এই সমস্যায় ভোগেন। মনখারাপও করেন কেউ কেউ। তবে তাদের জন্য রয়েছে সহজ উপায়। পার্লারে না গিয়ে বাড়ি বসেই পেতে পারেন নরম হাত। সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই হতে পারে মুশকিল আসান।
Advertisement
* দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে প্রথমেই তা ছেড়ে দিন।
* এবড়ো খেবড়ো নখ হাতের সৌন্দর্য নষ্ট করে। তাই প্রথমে হাতের নখ সমান করে কেটে ফেলুন। ফাইল দিয়ে ঘষে নিতেও পারেন।
* নখের আশপাশ যেন শুষ্ক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। কিউটিকল অয়েল কিংবা হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করুন। এরপর একটি নরম তোয়ালে দিয়ে হাত মুছে নিন।
* প্রতিদিন হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। তাতে হাতের ত্বকের পাশাপাশি নখের আশপাশও শুষ্ক হয় না।
