সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুর সঙ্গে ফ্যাশনেরও অদলবদল হয়। আর শীত মানেই কিন্তু উইন্টার ওয়্যারে লুকবদলের পালা। বিশেষ করে ফ্যাশন সচেতন মানুষদের দারুণ পছন্দ শীতকাল। ফ্যাশনিস্তাদের ওয়ারড্রোব থেকে রকমারি রঙিন পোশাক বেরনোর সময়ে এটা। তবে স্টাইলিশ পোশাকের সঙ্গে কোন গয়না পরলে নিজের ব্যক্তিত্বকে স্বমহিমায় ফুটিয়ে তুলতে পারবেন? ঝটপট জেনে নিন।
১) ক্লাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার! শাড়ি হোক বা লং জ্যাকেট, ভিতরে হাইনেক, টপ পরলে তার উপর এই ক্লাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা
২) শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার, বিয়ে বাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তোর গয়নার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তোর ছোট্ট দুল, কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে।
৩)হাঁসুলি সেরকমই একটি গয়না। শাড়ি, কুর্তি, উলেন লং পোশাকের সঙ্গে দিব্যি বেছে নিতে পারেন। চিরাচরিত হাঁসুলির ডিজাইন ছাড়াও বাজারে এখন ফিউশন ডিজাইনের হাঁসুলির দেখা মিলে, যা শীতকালীন আউটফিটের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।
৪) নব্বই দশকের জনপ্রিয় চোকার এখন আবার হাল ফ্যাশনে ফিরে এসেছে। উত্তুরে হাওয়া বইলেই গায়ে লং জ্যাকেট, স্রাগসের মতো পোশাক ওঠে। আর তার সঙ্গে গলায় আঁটসাঁটভাবে লেগে থাকা এই গয়না দারুণ মানায়। সিলভার, অক্সিডাইজড, লেস, কাপড়সহ নানা ধাতুর চোকার পাওয়া যায়। পোশাকের সঙ্গে মানানসই চোকার বেছে নিন।
৫) লম্বা ঝুলের ইয়ার রিংসের আধিপত্য গত একদশক ধরেই। অনেকেই কানে শুধু এক জোড়া বড় বা লম্বা দুল বেছে নেন তাঁর সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে। বিয়ে বাড়িতে শাড়ি আর শালের সঙ্গে লম্বা ঝুলের কানের দুলে আপনাকেও দিব্যি মানাবে।