ঘুম থেকে উঠে স্নান সেরে অঞ্জলি দেওয়া। বন্ধুবান্ধবদের ভিড়ে মিশে স্কুলে যাওয়া। মায়ের আলমারিতে হাত দেওয়ার অনুমতি পাওয়া। সবমিলিয়ে সরস্বতী পুজো আর পাঁচটা থেকে একেবারেই আলাদা। এই পুজোয় ছোটদের উৎসাহ থাকে সবচেয়ে বেশি। তাই এই বিশেষ দিনে খুদে থেকে কিশোর-কিশোরী সকলের সাজ নিয়ে মাথাব্যথা থাকে সবচেয়ে বেশি। তাই তাদের সাজ নিয়ে অবহেলা নয়। বরং কীভাবে সাজাতে পারেন রইল সেই টিপস।
অ্যাপ্লিকের কাজ করা হলুদ শাড়ি। ছবি: সংগৃহীত
একসময় ছোটদের হলুদ তাঁতের শাড়ি সরস্বতী পুজোর সময় বাজার কাঁপাত। তার উপর কোনটায় থাকত ফ্যাব্রিকের কাজ। আবার কোনওটায় থাকত হালকা সুতোর কাজ। পাঞ্জাবিতেও থাকত ফ্যাব্রিক এবং সুতোর কাজ।
ছবি: সংগৃহীত
এখন অবশ্য বদলেছে ফ্যাশন। ছোটদের শাড়িতেও এসেছে নানা বাহার। বড়দের মতো ছোটদেরও এখন জামদানি শাড়ি পাওয়া যায়। ব্লাউজে রয়েছে বিশেষ ছোঁয়া।
ছবি: সংগৃহীত
আবার সরস্বতী পুজোর বাজার কাঁপাচ্ছে অ্যাপ্লিক করা শাড়ি। তার উপর ফুটে আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। শাড়ির পাড়ে রয়েছে বিশেষ চমক।
ছবি: সংগৃহীত
বর্তমানে বহু তরুণীর মন কেড়েছে গামছা শাড়ি। ছোটদের জন্য় এমন শাড়ি বেছে নিতেই পারেন। সুতির শাড়িতে গামছার ছোঁয়ায় মোহময়ী হয়ে উঠবে আপনার খুদে কন্যা।
ছবি: সংগৃহীত
শিশুদের জন্য হাকোবা শাড়িও বেছে নিতে পারেন। মানানসই ব্লাউজ পেতেও সমস্যা হবে না।
ছবি: সংগৃহীত
খুদেকে শাড়ির বদলে ফ্রকও পরাতে পারেন। বাজারে দু-একটি দোকান ঘুরলে পাবেন হাজার রকমের ফ্রক পাবেন। জামদানি ফ্রক নিতে পারেন। দামও সাধ্যের মধ্যে।
ছবি: সংগৃহীত
ফ্যাব্রিকের কাজ করা ফ্রক কিনতে পারেন।
ছবি: সংগৃহীত
আবার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ লেখা অ্যাপ্লিকের কাজ করা ফ্রকেও খুদেকে সাজাতে পারেন। সুন্দর মানাবে।
ছবি: সংগৃহীত
মেয়েদের তুলনায় অবশ্য ছোট্ট ছেলেদের পোশাকের বিকল্প কম। সারাবছর শার্ট, প্যান্ট কিংবা টি-শার্ট পরে খুদেরা। সরস্বতী পুজোয় পাঞ্জাবি পরাতে পারেন। অ্যাপ্লিক থেকে তসর কিংবা ব্রোকেডের কাজ করা যেকোনও ধরনের পাঞ্জাবি বেছে নিন। আপনার খুদের দিকে থেকে কেউ নজর ফেরাতে পারবে না।
ছবি: সংগৃহীত
