shono
Advertisement
Kolkata Bridal Walk

রুচি-আভিজাত্যের মিশেলে হোক 'শাড়ি কথা', ভাবনায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল

এক ব়্যাম্পে ১০০ কনে মাতালো 'ব্রাইডাল ওয়াক', আয়োজনে স্বর্ণালী কাঞ্জিলাল।
Published By: Sandipta BhanjaPosted: 06:09 PM Feb 08, 2025Updated: 06:14 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দিনটি যে কোনও নারীর জীবনেরই স্পেশাল মুহূর্ত। বিশেষ দিনের সাজ নিয়ে প্রত্যেক মেয়েরই প্রায় কৌশোরকাল থেকে একটা ভাবনাচিন্তা থাকে। কনে সাজে কীভাবে মনের মানুষ এবং নতুন পরিবারের কাছে নিজেকে তুলে ধরবে, সেই শৃঙ্গারভাবনা অস্বাভাবিক নয়। আর বিয়ে মানেই বেনারসী মাস্ট! তবে বর্তমানে চিরায়ত সাজগোজে আধুনিকীকরণের প্রলেপ লেগেছে। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে কনের সাজপোশাকে অনেকেই নতুন ছোঁয়া চাইছেন। আর সেই সাধপূরণের লক্ষ্যেই বিশেষ উদ্যোগ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর।

Advertisement

রাজকীয় সাজে কীভাবে কনেরা নিজেদের তুলে ধরবেন, সেই পরামর্শ দিতেই সম্প্রতি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে 'কলকাতা ব্রাইডাল ওয়াক' নামে এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। চিরন্তন শৃঙ্গার ভাবনার সঙ্গে হালফিলের ফ্যাশনের মিশেলে কনের সাজপোশাক তুলে ধরা হল সেই শোয়ে। আসর বসেছিল রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে। আর বিয়ের অনুষ্ঠানের সাজ মানেই তো শুধু আর শাড়ি নয়, এতে যোগ হয়েছে বিভিন্ন প্রাদেশিক পোশাক লেহেঙ্গা এবং গাউনের মতো বিষয়ও। এদিন দেশের বিভিন্ন প্রান্তের বৈবাহিক পোশাকসংস্কৃতিই ব়্যাম্পে তুলে ধরা হল স্বর্ণালী কাঞ্জিলালের ভাবনায়। এছাড়াও দেশের টেক্সটাইল ঐতিহ্যকে উদযাপনের লক্ষ্যে এদিন 'শাড়ি কথা' নামে একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করলেন তিনি। সেখানেই পেয়ে যাবেন রুচি-আভিজাত্যের মিশেলে রকমারি বিয়ের পোশাক। 

বিবাহোত্তর পোশাক কিংবা ত্বত্ত্বে কীরকম পোশাক দেওয়া যেতে পারে, 'কলকাতা ব্রাইডাল ওয়াক'-এ সেরকমও আইডিয়া পাওয়া গেল। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন ওয়াকের অন্যতম লক্ষ্য, আন্তর্জাতিক আঙিনায় ভারতের ঐতিহ্যবাহী সাজপোশাক তুলে ধরা। পোশাকের পাশাপাশি কনের মেকআপের প্রদর্শনীও করা হয় এই শোয়ে। মেকআপ পার্টনার হিসেবে যে দায়িত্বে ছিল 'এআইএইচবিএ কলকাতা'। ১০০ জনেরও বেশি মেকআপ শিল্পী, স্টাইলার এবং হেয়ার ড্রেসার অংশ নিয়েছিলেন এই 'কলকাতা ব্রাইডাল ওয়াক'-এ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজকীয় সাজে কীভাবে কনেরা নিজেদের তুলে ধরবেন?
  • পরামর্শ দিতেই সম্প্রতি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে 'কলকাতা ব্রাইডাল ওয়াক' নামে এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল।
  • 'শাড়ি কথা' নামে একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করলেন তিনি।
Advertisement