shono
Advertisement
Met Gala 2025 Carpet

ড্যাফোডিলে ভরল মেট গালার গালিচা! ৯০ দিনে 'আইকনিক' কার্পেট বুনলেন ৪৮০ ভারতীয় শিল্পী

যে গালিচায় তারকাদের হাঁটা নিয়ে সরগরম গোটা বিশ্ব, সেই গালিচা তৈরি ভারতের কোন রাজ্যে?
Published By: Sandipta BhanjaPosted: 08:33 PM May 06, 2025Updated: 08:33 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামে 'রেড কার্পেট' হলেও বর্ণে নয়! বিশ্ববন্দিত ফ্যাশন ইভেন্ট 'মেট গালা'র গালিচায় তারকাদের হাঁটা নিয়ে যখন সরগরম গোটা দুনিয়া, তখন সেই কার্পেট তৈরির নেপথ্যের কাহিনি ব্রাত্য। ঘন নীল রঙের গালিচা জুড়ে ছড়িয়ে রয়েছে কমলা বৃন্তের সাদা ফুল। ঠিক যেন বাংলার শিউলি ফুল। আদতে কিন্তু তা নয়! মেট গালার গালিচাজুড়ে বোনা রয়েছে ড্যাফোডিল-কাহন। স্টাইলিংয়ে বিদেশী হলেও আসলে কিন্তু এই কার্পেট 'মেড ইন ইন্ডিয়া'। খাস ভারতেই নব্বই দিন ধরে তৈরি হয়েছে মেট গালার এই নীল রঙের গালিচা। যার উপর দিয়ে হেঁটে ইতিহাস তৈরি করলেন শাহরুখ খান, রেকর্ড গড়লেন হবু মা কিয়ারা আডবানি। আর পাঞ্জাবের রাজকীয় লুকে চোখ ধাঁধিয়ে দিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। পশ্চিমী বিনোদুনিয়ার তারকা সমাবেশেও মেট গালার কার্পেট সমৃদ্ধ হল।

Advertisement

যে নীল গালিচায় বিশ্ববরেণ্য তারকারা হাঁটলেন, তার নেপথ্যে দুই ভারতীয় শিল্পী। শিবন সন্তোষ এবং নিমিশা শ্রীনিবাস। তাঁদের সংস্থা 'নেইট' কেরালার অ্যালেপ্পিতে এই গালিচা তৈরি করেছেন। জানা গিয়েছে, এই নিয়ে তৃতীয়বার মেট গালার গালিচা বানানোর বরাত পেয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সেই ২০২৩ সাল থেকেই কেরলের 'নেইট হোমস'-এর মূল কোম্পানি 'এক্সট্রাউইভ'-এ মেট গালার কার্পেট তৈরি হচ্ছে। চলতি বছরে ৬৩,০০০ বর্গফুট আয়তনের এই কার্পেটটি বুনেছেন ৪৮০ জন দেশি কারিগর। সময় লেগেছে নব্বই দিন।

মাদাগাস্কার থেকে নিয়ে আসা প্রাকৃতিক সিসাল তন্তু ব্যবহার করে বোনা হয়েছে মেট গালার নীল কার্পেট। এপ্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, কার্পেটটি তৈরি হওয়ার পর সেটিকে নিউইয়র্কে পাঠানো হয়েছিল। মেট গালা কর্তৃপক্ষকে যে কার্পেটটি দিয়েছিল তাঁরা, সেটা ছিল 'ফাঁকা ক্যানভাস'। পরে থিম অনুযায়ী সেটায় রঙিন ডিজাইন ফুটিয়ে তোলেন তাঁরা। এবারও তার অন্যথা হয়নি। মেট গালার শিল্পীরাই সেই একরঙা গালিচার উপর হাতে এঁকে ড্যাফোডিল ফুলের নকশা তৈরি করেছেন। মজার বিষয় হল, পেল্লাই সাইজের এই কার্পেটটি সিঁড়িতে স্থাপন করতে ১২ থেকে ১৫ জন লোকের প্রয়োজন হয়। দাক্ষিণাত্যভূমের নেইট সংস্থার মন্তব্য, "আমরা ভীষণ গর্বিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যে নীল গালিচায় বিশ্ববরেণ্য তারকারা হাঁটলেন, সেটা তৈরি করেছেন দুই ভারতীয় শিল্পী- শিবন সন্তোষ এবং নিমিশা শ্রীনিবাস।
  • তাঁদের সংস্থা 'নেইট' কেরালার অ্যালেপ্পিতে এই গালিচা তৈরি করেছেন। সময় লেগেছে নব্বই দিন।
  • চলতি বছরে ৬৩,০০০ বর্গফুট আয়তনের এই কার্পেটটি বুনেছেন ৪৮০ জন দেশি কারিগর।
Advertisement